• ১৩ বৈশাখ ,১৪৩১,26 Apr ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

ইউরোপে বাংলাদেশীর ইতিহাসে নাম লেখালেন রানা তসলিম উদ্দিন

| সেপ্টেম্বর 30, 2013 | 0 Comments

ইউরোবিডি কমিউনিটি সংবাদ:

নুরুল ওয়াহিদ:

পর্তুগালের মুল ধারার রাজনিতীতে নেত্বৃত্বের সারিতে যোগ হলেন রানা তাসলিম। ইউরোপের স্থলভুমিরর শেষ প্রান্ত পর্তুগালের রাজধানীতে গত ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত বহুল আলোচিত সিটি কর্পোরেশন নির্বাচনে কমিশনার পদে নির্বাচিত হয়েছেন ইউরোপ প্রবাসী বাংলাদেশীদের সংগঠন অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশন (আয়েবা)’র ভাইস প্রেসিডেন্ট পর্তুগালের কমিউনিটি নেতা রানা তাসলিম।

এ বিজয়ের মাধ্যমে ইংল্যান্ডের পর ইউরোপের মধ্যে প্রথম ইতিহাস গড়েছেন রানা তসলিম উদ্দিন।এ নিয়ে পর্তুগাল সহ পুরো ইউরোপ ও আমেরিকা প্রবাসীদের মাঝে বইছে আনন্দ বন্যা।   বর্তমান বিরোধী দল স্যোশালিস্ট পার্টি পিএস’র সক্রিয় প্রতিনিধি হিসেবে তিনি আকাশচুম্বী এই সাফল্য অর্জন করলেন যা পর্তুগালের ইতিহাসে এই প্রথম। পিএস’র তুখোড় জনপ্রিয় নেতা আন্তোনিও কস্তা মেয়র পদে পুনঃনির্বাচিত হয়েছেন।এদিকে রানা তাসলিম উদ্দিন লিসবন সিটি কর্পোরেশনের কমিশনার নির্বাচিত হওয়ায় পর্তুগালের বাংলাদেশ কমিউনিটিতে নতুন রুপরেখা সৃষ্টি হয়েছে যা অনেকটাই নতুন এক ইতিহাস।নতুন দিগন্তের এই শুভ সুচনাকে উচ্ছাস প্রকাশ করছেন ইউরোপের বিভিন্ন দেশের বাংলাদেশ কমিউনিটি।

বাংলাদেশ কমিউনিটির প্রবাদপুরুষ রানা তাসলিম উদ্দিন গত ২৩ বছর ধরে বসবাস করছেন রাজধানী লিসবনে। স্থানীয় ট্রাইব্যুনালের অফিসিয়াল দোভাষী হিসেবে কাজ করছেন ১৮ বছরের বেশি সময়। রানা তাসলিম প্রবাসীদের সুখ-দুঃখের পরীক্ষিত সহযাত্রী তারই প্রমান ভিনদেশের এ নির্বাচনে নিজের যোগ্যতার প্রমান। পর্তুগীজ জনগনের সাথে দেশটিতে বসবাসরত বাংলাদেশীদের সেতুবন্ধন রচনায় বাংলাদেশ কমিউনিটির কর্নধার রানা তাসলিম অনবদ্য ভূমিকা রেখেছেন বছরের পর বছর য়া পর্তুগাল তথা ইউরোপের প্রবাসীরা মনে রাখবে আজীবন।

রানা তাসলিমের এ বিজয়ে উষ্ণ অভিনন্দন জানান বাংলাদেশ বিজনেস কনসাল্টিং এর চেয়ারম্যান,ফ্রান্স বাংলাদেশ ইকোনমিক চেম্বার এর সভাপতি ও আয়েবার সাধারন সম্পাদক ফ্রান্স প্রবাসী কাজী এনায়েত উল্লাহ।তিনি বলেন,এ বিজয় সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা বাংলাদেশীদেরকে প্রানের সন্চার যোগিয়েছে ।এ এক নতুন গৌরব ও ইতিহাস উল্লেখ করে তিনি বলেন রানা তাসলিমের মত প্রবাসের প্রত্যেক দেশের মুলধারার রাজনিতীর সাথে সম্পৃক্ত হয়ে এরকম প্রতিনিধিত্ব করলে বিদেশে বাংলাদেশের ভাবমুর্তি আরো উজ্জল হবে ও প্রবাসীদের অধিকার আদায়ে বলিষ্ট ভুমিকা রাখা যাবে।এ বিজয় ইউরোপের বাংলাদেশীদের সুখ দুখে পাশে থাকার একমাত্র বৃহৎ সংগঠন আয়েবার অগ্র‍যাত্রা তে নতুন মাত্রা যোগ করেছে।

আয়েবার সহ সভাপতি রানা তসলিম উদ্দিন পর্তুগালে কমিশনার নির্বাচনে  বিজয়ী হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন চ্যানেল এস চেয়ারম্যান আয়েবার প্রধান উপদেষ্টা আহমদ উস সামাদ চৌধরী জেপি, আয়েবার সভাপতি জয়নাল আবেদীন,সহ সভাপতি ফখরুল আকম সেলিম,ট্রেজারার মুহিবুর রহমান মুহিব ,ফ্রান্স ইয়ৎ ক্লাবের সভাপতি  শরীফ আল মুমিন, আয়েবার সহ সাধারন সম্পাদক সহিদুল আলম মানিক,স্পেন বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি রবিন,সাধারন সম্পাদক মিনহাজুল আলম মামুন,স্পেন গ্রেটার সিলেট এসোসিয়েশনের সভাপতি আব্দুল কাইয়ুম পংকি,সাধারন সম্পাদক কামরুজ্জামান সুন্দর,বার্সেলনা বাংলাদেশ সমিতির সভাপতি সুরুজ্জামান জামান,বেলজিয়াম বাংলাদেশী কমিউনিটি ব্যাক্তিত্ব সিদ্দিকুর রহমান,ইকবাল হোসেন,আলম হোসেন প্রমুখ।

 

 

Category: Community France, Community Portugal, ইউরোবিডি কমিউনিটি সংবাদ

About the Author ()

Leave a Reply