• ৪ জ্যৈষ্ঠ ,১৪৩১,18 May ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

প্যারিসে বাংলাদেশ ইয়ুথ ক্লাব এর টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্ভোধন

| অক্টোবর 6, 2013 | 0 Comments

ইউরোবিডি কমিউনিটি সংবাদ: 

আবু তাহির,ফ্রান্স :  গত শনিবার বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্যারিসের লাকর্নভ মাঠে বাংলাদেশ ইয়ুথ ক্লাব এর উদ্যোগে যাত্রা শুরু করল টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট।প্রবাসের শত ব্যাস্ততা পেছনে ফেলে ক্রিকেট প্রেমীকদের উপচেপড়া ভিড় ছিল বিশেষ লক্ষনীয়।টুর্নামেন্টের উদ্ভোধন করেন বাংলাদেশ বিজনেস কনসাল্টিং এর চেয়ারম্যান ও ইয়ুথ ক্লাবের প্রধান উপদেষ্টা কাজী এনায়েত উল্লাহ।এবারকার এ টুর্নামেন্টে প্যারিসের মোট ৮ টি দল অংশগ্রহন করছে। উদ্ভোধনি খেলা প্যারিসের ৯৩ ইউনাইটেড ও ভবিনি  একাদশের মধ্যে অনুষ্টিত হয়।

উল্লেখ্য কিছুদিন পুর্বে ইয়ুথ ক্লাব সফল ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন।   উদ্বোধনকালে কাজী এনায়েত উল্লাহ বলেন  খেলাধূলার মাধ্যমে যুব সমাজকে অবসর সময়ে নৈতিক অবক্ষয়ের হাত থেকে বিরত রাখছে।খেলাধুলার  মাধ্যমে মানুষের মধ্যে সুকুমার বৃত্তি গড়ে ওঠে, মেধা মননের বিকাশ ঘটে এবং সহযোগিতার মানসিকতা তৈরি হয়। ক্রিকেট প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, খেলাধুলায় হারজিত রয়েছে। তাই তোমাদের জয়ের পাশাপাশি পরাজয় মেনে নেয়ার মানসিকতা থাকতে হবে। খেলায় জয়-পরাজয়-ই মুখ্য নয়। আনন্দ পাওয়াটাই খেলার সফলতা।

উদ্বোধনী খেলায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইয়ুথ ক্লাবের সভাপতি শরীফ আল মোমিন,সাধারন সম্পাদক টি এম রেজা,সাংগঠনিক সম্পাদক হেনু মিয়া,ক্রীড়া সম্পাদক এম এম রুমেল,মিজু আহমদ,ফয়ছল উদ্দীন প্রমুখ।

Category: Community France, ইউরোবিডি কমিউনিটি সংবাদ

About the Author ()

Leave a Reply