• ২১ কার্তিক ,১৪৩১,05 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষস ফ্রান্সের মতবিনীময় সভায় মাহিদুর রহমান

| অক্টোবর 10, 2013 | 0 Comments

ইউরোবিডি কমিউনিটি সংবাদ: 

নুরুল ওয়াহিদ,ফ্রান্স:

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা সভাপতি ও সাবেক সংসদ সদস্য জননেতা এম. ইলিয়াস  আলীকে গুমকরে সিলেট তথা বাংলাদেশের মানুষের মন থেকে জননেতা এম. ইলিয়াস আলীর নাম মুছে ফেলা যাবে না। সারাদেশ তথা সিলেটের মানুষের অধিকার আদায়ের সংগ্রামে এম. ইলিয়াস আলী যে অবদান রেখেছেন তার জন্য তিনি সাধারণ জনগণের অন্তরে চিরদিন অম্লান হয়ে জ্বলজ্বল করবে । কথাটি বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আন্তর্জাতিক সম্পাদক ইউকে বিএনপির সাবেক সভাপতি মাহিদুর রহমান।

তিনি  ফ্রান্সে ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষস ফ্রান্সের আহবায়ক মফিজ আলীর সভাপতিত্বে মনোয়ার হোসেনের পরিচালনায় এক মতবিনীময় সভায় কথা গুলো বলেন।

মতবিনীময় সভায় অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন আহসানুল হক বুলু,সৈয়দ সাইফুর রহমান,হেনু মিয়া,হাজী হাবিব,সিরাজ রহমান,শাহ জামাল,খান জালালা, এম এ তাহের, মুমিন,জুনেদ আহমদ,জুলহাস,জাহিদুল ইসলাম শিপার,কাইয়ুম,সানোয়ার হোসেন, সাইফুল ইসলাম প্রমুখ।

মতবিনীময় সভায় বক্তারা বলেন, আগামী ২৪ অক্টোবরের মধ্যে জননেতা এম. ইলিয়াস আলীকে সরকার ফিরিয়ে না দিলে বিএনপি দেশ বাসীকে সংঙ্গে নিয়ে হরতাল, অবরোধ সহ কঠোর কর্মসূচীতে জননেতা এম. ইলিয়াস আলীকে মুক্তি আন্দোলন যোগ হবে ।

Category: Community France, ইউরোবিডি কমিউনিটি সংবাদ

About the Author ()

Leave a Reply