• ২১ বৈশাখ ,১৪৩১,04 May ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

অস্ট্রিয়ায় অসময়ে প্রচণ্ড তুষারপাত: সড়ক ও রেল যোগাযোগ বিচ্ছিন্ন

| অক্টোবর 11, 2013 | 0 Comments

আন্তর্জাতিক: অস্ট্রিয়ার পশ্চিমাঞ্চলে অসময়ে প্রচণ্ড তুষারপাতে পার্বত্য এলাকার সড়ক ও রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ছাড়া, হাজার হাজার বাড়ির বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন পড়েছে।

অস্ট্রিয়ায় আবহাওয়া দফতর জানিয়েছে, আল্পসের কিছু কিছু এলাকায় গতরাতে ২০ সেন্টিমিটার অর্থাত ৭.৯ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হয়েছে। প্রচণ্ড তুষারপাতে গাছ-পালা ভেঙে রেলপথ ও রাস্তার মোড়ে পড়ার কারণে কয়েক স্থানে রেল ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ছাড়া, ৪০টি গ্রামের ২২ হাজার ঘর-বাড়ির বিদ্যুত যোগাযোগ  (শুক্রবার) সকাল থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

অস্ট্রিয়ায় নজিরবিহীন না হলেও মধ্য অক্টোবরে হঠাত তুষারপাত খুবই অস্বাভাবিক। গতকালও অস্ট্রিয়ার বেশির ভাগ এলাকায় বসন্তকালীন আবহাওয়া বিরাজ করছিল।

Category: 1stpage, আন্তর্জাতিক

About the Author ()

Leave a Reply