• ২১ কার্তিক ,১৪৩১,05 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

বিষ প্রয়োগে আরাফাত মারা গেছেন: ব্রিটিশ ম্যাগাজিন ল্যান্সেট

| অক্টোবর 13, 2013 | 0 Comments

আন্তর্জাতিক: ফিলিস্তিনের সাবেক নেতা ইয়াসির আরাফাতকে পোলোনিয়াম-২১০ প্রয়োগে হত্যার বিষয়টি সমর্থন করেছে ব্রিটেনের খ্যাতনামা চিকিতসা বিষয়ক সাময়িকী ল্যান্সেট।

 সুইজারল্যান্ডের লাওসেনের ‘ইনস্টিটিউট ডি রেডিওফিজিস্ক’এর আগে আরাফাতকে পোলোনিয়াম-২১০ নামের একটি বিরল এবং উঁচু মাত্রার তেজস্ক্রিয় পদার্থ প্রয়োগে হত্যা করা হয়েছে বলে জানিয়েছিল।

 আরাফাতের ব্যক্তিগত জিনিসপত্র পরীক্ষা করে তাতে জৈবিক তরল পদার্থের উপস্থিতির পাশাপাশি উঁচু মাত্রার পোলোনিয়াম-২১০ পাওয়া গেছে বলে সুইস ইনস্টিটিউটের রবাত দিয়ে জানানো হয়েছিল।

 আরাফাতের মৃত্যুর বিষয়ে সুইস বিজ্ঞানীদের গত দু’বছরের গবেষণা পর্যালোচনা করে একদল বিজ্ঞানী মতামত দিয়েছেন এবং ল্যান্সেট তাই প্রকাশ করেছে।

 প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন বা পিএলও’র নেতা ইয়াসির আরাফাত ২০০৪ সালে ৭৫ বছর বয়সে প্যারিসের একটি হাসপাতালে মারা যান। পরবর্তীতে তার মৃত্যু-রহস্য উদ্ঘাটনের জন্য ফ্রান্সে মামলা করা হয় এবং ২০১২ সালের নভেম্বরে কবর থেকে তার দেহাবশেষ তোলা হয়। অবশ্য আরাফাতের দেহাবশেষ পরীক্ষার ফলাফল এখনো প্রকাশ করা হয়নি।

 আরাফাতের মৃত্যুর পর ব্যক্তিগত তথ্য গোপন রাখা সংক্রান্ত আইনের দোহাই দিয়ে সে সময় ফরাসি কর্তৃপক্ষ তার মৃত্যুর কারণ জানাতে অস্বীকার করে। ইহুদিবাদী ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ আরাফাতকে বিষ প্রয়োগে হত্যা করেছে বলে সে সময় অনেকে অভিযোগ করেছিলেন। তারা বলেছিলেন, ইয়াসির আরাফাতকে হত্যার জন্য অপর এক তেজস্ক্রিয় উপাদান ‘থ্যালিয়াম’ ব্যবহার করা হয়েছে।

Category: 1stpage, আন্তর্জাতিক, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply