যথাযথ ভাব গাম্বির্যের মধ্য দিয়ে ফ্রান্সে পবিত্র ঈদ-উল আযহা উদযাপিত
এ.কে.এম শাহিন, ফ্রান্স : বিপুল উৎসাহ উদ্দীপনা ও যথাযথ ভাব গাম্বির্যের মধ্য দিয়ে মুসলমানদের দ্বিতীয় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল আজাহা মধ্য প্রাচ্য ও ইউরোপের অন্যান্য দেশের মতো ফ্রান্সের প্যারিসে উদযাপিত হয়েছে। ইউরোপের সবচেয়ে বেশি মুসলিম বসবাসকারী দেশ হিসেবে পরিচিত ফ্রান্সে মুসলমানরা উৎযাপন করেন পবিত্র ঈদ-উল আযহা।
প্যারিসের অভারভিলায় বাংলাদেশি কমিউনিটি মসজিদে পরপর ৫ টি ঈদের জামাত অনুষ্টিত হয়। এতে বিপুল সংখ্যক মুসল্লিদের কনকনে শীতের মধ্যেও দীর্ঘ লাইন উপেক্ষা করে নামাজ আদায় করতে দেখা যায়।
এছাড়াও ঈদের অন্য প্রধান ৩ টি জামাত বাংলাদেশি কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারে এবং মেট্রো হোস সংলগ্ন জিমনেশিয়ামে ১ টি জামাত অনুষ্টিত হয়। প্রতিটি জামাতে ছিল বাঙ্গালি মুসল্লিদের উপচে পড়া ভিড়।
অভারভিলাস্ত কমিউনিটি মসজিদে মুসল্লিদের সাথেঈদের নামাজ আদায় করেন ফ্রান্সে নিজুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম, শহিদুল ইসলাম এবং অল ইউরোপিয়ান বাংলাদেশী এসোসিয়েশনের সেক্রেটারি কাজী এনায়েত উল্লাহ।
এছাড়াও উপস্থিত ছিলেন বাঙ্গালী কমিউনিটির রাজনিতিবিদ, ব্যাবসায়ি, সাংবাদিক ও বিশিষ্ট ব্যাক্তিবর্গ। নামাজ শেষে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং ত্যাগের মহিমায় ভাস্বর এ দিনে আল্লাহর নবী হযরত ইবরাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র ইসমাঈল (আঃ) এর মহান স্মৃতিকে স্মরণ করা হয়।
Category: Community France, ইউরোবিডি কমিউনিটি সংবাদ