• ৫ জ্যৈষ্ঠ ,১৪৩১,19 May ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

ইতালির আদালতের রায়: ২ বছর নির্বাচন করতে পারবেন না বের্লুসকোনি

| অক্টোবর 19, 2013 | 0 Comments

ইউরো সংবাদ :  ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বের্লুসকোনির রাজনৈতিক ততপরতার বিরুদ্ধে দুই বছরের নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির আদালত। ট্যাক্স ফাঁকির মামলায় ‌আজ (শনিবার) এ রায় দিয়েছে আদালত।

এর ফলে আগামী দুই বছর তিনি নির্বাচনে অংশ নিতে পারবে না। তবে তিনি সিনেটর হওয়ার কারণে এখনই এ রায় বাস্তবায়ন হচ্ছে না। খুব শিগগিরই তাকে সিনেটর পদ থেকে সরিয়ে দেয়ার বিষয়ে সংসদের উচ্চ কক্ষে ভোটাভুটি হবে। আজকের রায়ের বিরুদ্ধে আপিল করারও সুযোগ আছে বলে তার আইনজীবীরা জানিয়েছেন।

এর আগে আদালত ট্যাক্স সংক্রান্ত জালিয়াতির মামলায় বের্লুসকোনিকে চার বছরের কারাদণ্ড দিয়েছিল। অবশ্য পরে সেই কারাদণ্ডের মেয়াদ এক বছরে কমিয়ে আনা হয়েছে। সংসদের উচ্চ কক্ষ বের্লুসকোনির সিনেটর পদ বাতিলের পক্ষে রায় দিলে তাকে আরো এক বছর গৃহবন্দি অবস্থায় থাকতে হতে পারে।

বের্লুসকোনি ১৯৯৪ থেকে ২০১১ সাল পর্যন্ত ইতালির প্রধানমন্ত্রী ছিলেন। তার বিরুদ্ধে যৌন অনাচারসহ নানা অভিযোগে মামলা রয়েছে।

Category: 1stpage, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - Italy, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply