• ২০ কার্তিক ,১৪৩১,05 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

ইউরোপে ইসলাম আতঙ্ক সৃষ্টির বিরুদ্ধে ফরাসি মুসলমানদের সম্মেলন

| অক্টোবর 29, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: ফ্রান্সের মুসলমানরা ইউরোপীয় দেশগুলোতে ইসলাম আতঙ্ক ছড়িয়ে দেয়ার অপচেষ্টার বিরুদ্ধে একটি সম্মেলন করেছেন। “ইসলাম আতঙ্কা; বিভেদ সৃষ্টির সম্মিলিত অপচেষ্টা’ শীর্ষক এ সম্মেলনটির আয়োজন করে বর্ণবাদ ও ইসলাম আতঙ্ক প্রতিরোধ সমন্বয় কমিটি।

 ইউরোপীয় দেশগুলোতে বিশেষ করে ফ্রান্সে মুসলমানদের বিরুদ্ধে যেসব সামাজিক প্রতিবন্ধকতা সৃষ্টি ও নানা নিপীড়নমূলক ব্যবস্থা নেয়া হচ্ছে সে বিষয়ে ফরাসি রাজনৈতিক নেতাদের দৃষ্টি আকর্ষণ করতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 এ সম্মেলনে ফ্রান্সের দু’জন অমুসলিম সমাজবিজ্ঞানি ও বিভিন্ন ইসলামি সংগঠনের চার নেতা বক্তব্য রাখেন।  তারা বলেন, বিভিন্ন সরকারি বিভাগের পাশাপাশি বেসরকারি পর্যায়ে মুসলমানদের বিরুদ্ধে নিপীড়নমূলক ব্যবস্থা চলতে থাকলে ফ্রান্সের নাগরিকরা শান্তিপূর্ণ সহাবস্থান করতে পারবে না। কাজেই এটি এই মুহূর্তে বন্ধ হওয়া দরকার।

 বর্ণবাদ ও ইসলাম আতঙ্ক প্রতিরোধ সমন্বয় কমিটির নেতারা বলেন, ইসলাম আতঙ্ক এখন ফ্রান্সে গণবিধ্বংসী অস্ত্রের চেয়েও ভয়ঙ্কর হয়ে উঠেছে। অন্যান্য গণবিধ্বসী অস্ত্রের সঙ্গে এ অস্ত্রের পার্থক্য হলো- এটি মানুষের শরীরকে আঘাত করার পরিবর্তে তার মনোবলকে আঘাত করে; ফলে মানসিকভাবে সে ভেঙে পড়ে।

 ইরানের বার্তা সংস্থা ইকনা এ খবর জানালেও সম্মেলনটি কবে অনুষ্ঠিত হয়েছে সে সম্পর্কে কিছু জানায়নি।

Category: 1stpage, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply