ইহুদিবাদী ইসরাইলের কারণে ইউরোপে ইহুদি-বিদ্বেষ বাড়ছে: জরিপ
আন্তর্জাতিক: ইউরোপে ইহুদি-বিদ্বেষ (অ্যান্টি-সেমিটিজম) বাড়ছে বলে ইহুদিদের মধ্যে চালানো নতুন এক জরিপে দেখা গেছে। ফিলিস্তিনিদের প্রতি ইহুদিবাদী ইসরাইল নাতসিবাদীদের মতো যে আচরণ করছে তার কারণেই পশ্চিমা নাগরিকদের মধ্যে ইহুদি-বিদ্বেষ তৈরি হচ্ছে। জরিপে আরো দেখা গেছে, ইন্টারনেটে ইহুদি এবং ইহুদিবাদ বিরোধী মনোভাব তুঙ্গে উঠেছে।
সাধারণ মানুষ ইহুদি ধর্মের সঙ্গে ‘ইহুদিবাদ’কে একাকার করে ফেলছে। ফলে ইহুদিবাদী ইসরাইলের প্রতি মানুষের স্বভাবজাত ঘৃণার বলি হতে হচ্ছে সাধারণ ইহুদি ধর্মাবলম্বীদের। ইহুদি ধর্ম পৃথিবীর প্রাচীন ধর্মগুলোর অন্যতম হলেও ইহুদিবাদের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। সবরকম ধর্মীয় চেতনার সঙ্গে পুরোপুরি সম্পর্কহীন ইহুদিবাদ হচ্ছে কট্টর জাতীয়তাবাদ এবং উগ্র বর্ণবাদের এক পুঁজিবাদী সংস্করণ।
ইউরোপের ইহুদিদের ৯০ শতাংশ ওই মহাদেশের আটটি দেশে বসবাস করে। এ দেশগুলো হলো বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, ইতালি, লাটভিয়া, হাংগেরি, সুইডেন এবং ব্রিটে। এসব দেশে ২০১২ সালে এ জরিপ চালানো হয়েছে।
এ আট দেশের ৫,৮৪৭ জন ইহুদির ওপর চালানো এ জরিপে দেখা গেছে, তাদের ৬৬ শতাংশ মনে করেন, ইউরোপে ইহুদি-বিদ্বেষ সমস্যা হয়ে দেখা দিয়েছে। এদের প্রতি চারজনের মধ্যে তিনজন অর্থাত ৭৬ শতাংশ মনে করেন, গত পাঁচ বছর ধরে ইউরোপে ইহুদি-বিদ্বেষ মাত্রাতিরিক্তভাবে বেড়েছে। তারা আরো বলেছেন, জরিপ শুরুর আগে বছরে তাদের প্রতি পাঁচজনের একজন ব্যক্তিগতভাবে ইহুদি-বিদ্বেষমূলক গালাগালির শিকার হয়েছেন।
জরিপে অংশগ্রহণকারী ব্রিটিশ ইহুদিরা বলেছেন, ব্রিটেনের অ-ইহুদিরা সাধারণত ইহুদিবাদী ইসরাইল বিরোধী বক্তব্য দেন। তারা বলেন,ফিলিস্তিনিদের প্রতি ‘নাতসী’সুলভ আচরণ করছে ইসরাইল। ইহুদিরা নিজেদের অশুভ লক্ষ্য বাস্তবায়নের জন্য হোলোকাস্টের ঘটনাকে ব্যবহার করছে বলে তারা মনে করেন।
Category: 1stpage, আন্তর্জাতিক