• ৪ জ্যৈষ্ঠ ,১৪৩১,18 May ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

ইরানের পরমাণু অধিকারকে স্বীকৃতি দেয়া হয়েছে: ফ্রান্স

| নভেম্বর 25, 2013 | 0 Comments

 ইউরো সংবাদ: ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লরা ফাবিয়াস বলেছেন, ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে যে চুক্তি সই হয়েছে, তাতে ইরানের বেসামরিক পরমাণু অধিকারকে স্বীকৃতি দেয়া হয়েছে।  ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের চুক্তি সই হওয়ার পর তিনি এ মন্তব্য করেন। তিনি আরো বলেছেন, বহু বছরের অচলাবস্থার পর স্বাক্ষরিত এই চুক্তি শান্তি ও নিরাপত্তার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

 ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ বলেছেন, টানা পাঁচদিনের কঠিন আলোচনার পর অবশেষে সমঝোতা অর্জিত হয়েছে এবং পাশ্চাত্য ইরানের পরমাণু সমৃদ্ধ করার অধিকার মেনে নিয়েছে।

 ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে সমঝোতা অনুযায়ী, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণসহ তার সব পরমাণু তত্‌পরতা চালিয়ে যেতে পারবে। সেইসঙ্গে নাতাঞ্জ, ফোরদো ও আরাক পরমাণু স্থাপনার কাজ বর্তমান ধারায় এগিয়ে যাবে। অন্যদিকে আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো ইরানের ওপর আর কোনো নিষেধাজ্ঞা আরোপ করবে না। এই চুক্তিকে ইরানের জন্য একটা বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে। এ কারণে দখলদার ইসরাইল এ চুক্তির বিরোধিতা করেছে।

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply