• ৩১ বৈশাখ ,১৪৩১,14 May ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

ইংল্যান্ডে ২০১২ সালে শীতেই মারা গেছে ৩১ হাজার মানুষ

| নভেম্বর 29, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: ব্রিটেনে গত বছর শুধু শীতেই মারা গেছে ৩১ হাজার মানুষ। পাশাপাশি শীতজনিত মৃত্যুর হার গত বছরের তুলনায় এবার তিন গুণ বেড়েছে। দেশটির জাতীয় পরিসংখ্যান সংস্থার সাম্প্রতিক এক রিপোর্টে এ তথ্য প্রকাশিত হয়েছে।

 জাতীয় পরিসংখ্যান সংস্থার তথ্য থেকে জানা যায়, ২০১২-১৩ সালে ইংল্যান্ডে ৩১,১০০ জন মানুষ শীতজনিত সমস্যায় মারা গেছে যা আগের শীত মৌসুমের তুলনায় ২৯ শতাংশ বেশি।

 প্রচণ্ড ঠাণ্ডার মৃত্যুবরণকারীদের মধ্যে ২৫,৬০০ জনের বয়স ৭৫ বছরের বেশি। এর আগে, ২০০৮-০৯ সালে প্রচণ্ড ঠাণ্ডায় মারা যায় ৩৬,৪৫০ জন মানুষ।

 ব্রিটিশ দাতব্য সংস্থার পরিচালক ক্যারোলিন আব্রাহাম বলেছেন, ব্রিটেনজুড়ে নাগরিকদের মৃত্যুর এ ঘটনা ‘জাতীয় লজ্জা’র কারণ হয়ে দাঁড়িয়েছে।

 শীতে মৃত্যুর ঘটনার জন্য জনগণের দরিদ্রতা ও জ্বালানির উচ্চ মূল্যকে দায়ী করেন তিনি। দেশটির জাতীয় অডিট কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী- ২০৩০ সালের  মধ্যে গ্যাস, বিদ্যুত ও পানির বিল ৭০০ ইউরো পর্যন্ত বাড়তে পারে বলে জানানো হয়েছে। গত চার বছরে পাঁচ দফায় জ্বালানির দাম বাড়ানো হয়েছে। এর প্রতিবাদে লন্ডনে গতকাল বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ -UK

About the Author ()

Leave a Reply