• ১৮ কার্তিক ,১৪৩১,02 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

শাহবাগে পেট্রল বোমায় বাসে আগুন; নিহত ১, অগ্নিদগ্ধ ১৯

| নভেম্বর 29, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ অবরোধের শেষ দিনে রাজধানীতে চলন্ত বাসে চালানো পেট্রল বোমা হামলায় নিহত হয়েছে ঢাকায় বেড়াতে আসা স্কুলছাত্র নাহিদ (১৫)।

গতকাল সন্ধ্যায় শিশু পার্কের সামনে যাত্রীবোঝাই এ বাসে পেট্রল বোমা হামলা চালায় দুর্বৃত্তরা। চলন্ত বাসের ভেতর বিধ্বংসী পেট্রল বোমার বিস্ফোরণ ঘটলে মুহূর্তেই আগুন ধরে যায়। আগুনে জ্বলতে থাকা বাসের ভেতর আটকে পড়েন ৪০ যাত্রী। এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় যাত্রীদের উদ্ধার করা সম্ভব হলেও আগুনে পুড়ে মারাÍকভাবে আহত হয়েছেন চার নারী ও শিশুসহ ২০ যাত্রী। এদের মধ্যে আশঙ্কাজনক ছয়জনের একজন ছিল কুতুবপুর হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্র নাহিদ। মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঠাঁই পেলেও রাত ১১টা ৫ মিনিটে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। হাসপাতাল সূত্র জানিয়েছে, নিহত নাহিদের বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর গ্রামে। তার বাবার নাম সোহরাওয়ার্দী মোড়ল। নাহিদ ঢাকায় এসেছিল আÍীয়ের বাড়ি বেড়াতে। আহত অন্য যাত্রীরা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে সরকারি কর্মকর্তা, ব্যাংক কর্মকর্তা, আইনজীবী, সাংবাদিক, ঢাবি শিক্ষার্থী ও পুলিশ সদস্যও রয়েছেন; যাদের অধিকাংশই মিরপুর এলাকার বাসিন্দা বলে জানা যায়।

বিভিন্ন শ্রেণী-পেশার এসব মানুষ কাজ শেষে নিজ নিজ ঘরে ফিরছিলেন বিহঙ্গ পরিবহনের মিরপুরগামী বাসে (ঢাকা-মেট্রো-ব-১১-৩৪৫৬) চড়ে। কিন্তু বাসে চড়ে তারা বেশি দূর এগুতে পারেননি। বাসটি সন্ধ্যা সোয়া ৬টায় মৎস্যভবন পার হওয়ার সঙ্গে সঙ্গেই পেট্রলবোমা হামলার শিকার হয় বাসটি। ঘরে ফিরতে উদগ্রীব এসব যাত্রী এখন হাসপাতালে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন। হাসপাতালের বার্ন ইউনিটে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, আহতদের মধ্যে দেহের ৯০ শতাংশ পুড়েছে এমন ব্যক্তিও রয়েছেন, সবচেয়ে কম আহত যিনি তার দেহেরও ১৫ শতাংশ পুড়েছে। আহত ছয়জনের অবস্থা গুরুতর। ১৮ দলের ডাকা অবরোধ কর্মসূচির প্রথম দুই দিনে যাত্রীশূন্য বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও তৃতীয় দিনের শেষ বেলায় যাত্রীবোঝাই বাসে পেট্রলবোমা হামলার ঘটনা ঘটল। এটি স্মরণকালের সবচেয়ে বড় নাশকতার ঘটনা বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

Category: 1stpage, Scroll_Head_Line, দেশের খবর, প্রচ্ছদ, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply