শাহবাগে পেট্রল বোমায় বাসে আগুন; নিহত ১, অগ্নিদগ্ধ ১৯
ইউরোবিডি২৪নিউজঃ অবরোধের শেষ দিনে রাজধানীতে চলন্ত বাসে চালানো পেট্রল বোমা হামলায় নিহত হয়েছে ঢাকায় বেড়াতে আসা স্কুলছাত্র নাহিদ (১৫)।
গতকাল সন্ধ্যায় শিশু পার্কের সামনে যাত্রীবোঝাই এ বাসে পেট্রল বোমা হামলা চালায় দুর্বৃত্তরা। চলন্ত বাসের ভেতর বিধ্বংসী পেট্রল বোমার বিস্ফোরণ ঘটলে মুহূর্তেই আগুন ধরে যায়। আগুনে জ্বলতে থাকা বাসের ভেতর আটকে পড়েন ৪০ যাত্রী। এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় যাত্রীদের উদ্ধার করা সম্ভব হলেও আগুনে পুড়ে মারাÍকভাবে আহত হয়েছেন চার নারী ও শিশুসহ ২০ যাত্রী। এদের মধ্যে আশঙ্কাজনক ছয়জনের একজন ছিল কুতুবপুর হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্র নাহিদ। মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঠাঁই পেলেও রাত ১১টা ৫ মিনিটে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। হাসপাতাল সূত্র জানিয়েছে, নিহত নাহিদের বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর গ্রামে। তার বাবার নাম সোহরাওয়ার্দী মোড়ল। নাহিদ ঢাকায় এসেছিল আÍীয়ের বাড়ি বেড়াতে। আহত অন্য যাত্রীরা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে সরকারি কর্মকর্তা, ব্যাংক কর্মকর্তা, আইনজীবী, সাংবাদিক, ঢাবি শিক্ষার্থী ও পুলিশ সদস্যও রয়েছেন; যাদের অধিকাংশই মিরপুর এলাকার বাসিন্দা বলে জানা যায়।
Category: 1stpage, Scroll_Head_Line, দেশের খবর, প্রচ্ছদ, শীর্ষ সংবাদ