ইউক্রেনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে ন্যাটো: রাশিয়ার অভিযোগ
ইউরো সংবাদ: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ অভিযোগ করে বলেছেন, ইউক্রেনের অভ্যন্তরীণ বিষয়ে ন্যাটো হস্তক্ষেপ করছে তবে কেন ন্যাটো এমন ভূমিকায় গেল তিনি তা ঠিক বুঝতে পারছেন না।
রুশ মন্ত্রী বলেন, কিভাবে রাজপথের বিক্ষোভ মোকাবেলা করবে সেটি কিয়েভের নিজস্ব ব্যাপার; ন্যাটোর কি অধিকার আছে সেখানে নাক গলানোর? এছাড়া, রাশিয়া ইউক্রেনে হস্তক্ষেপ করবে কিনা সে বিষয়ে ন্যাটো মহাসচিব অ্যান্ডার্স ফগ রাসমুসেনের বক্তব্য দেয়া সঠিক হয়নি বলেও তিনি মন্তব্য করেন।
ল্যাভরভ বলেন, এতে বিকৃত চিত্র তৈরি করতে সহায়তা করবে এবং ভুল বোঝাবুঝি দেখা দেবে। রাশিয়া ইউক্রেনে হস্তক্ষেপ করবে কিনা -গতকাল (মঙ্গলবার) সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব দিয়েছেন রাসমুসেন। এ সম্পর্কে ল্যাভরভ বলেন, ওই ধরনের প্রশ্ন উঠতেই পারে না এবং এমন প্রশ্নের জবাব দেয়াও ঠিক হয়নি।
ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার বিষয়ে একটি চুক্তি শেষ মুহূর্তে বাতিল করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্টোর ইয়ানুকোভিচ। এ নিয়ে দেশটির জনগণ বিক্ষুব্ধ হয়ে উঠেছে এবং রাস্তায় বিক্ষোভে নামে। ইউক্রেন ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে এ ধরনের চুক্তি হোক রাশিয়া অবশ্য তা চায় না। কারণ ইউক্রেনের সঙ্গে রাশিয়ার বিরাট বাণিজ্য চুক্তি রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এ ধরনের চুক্তি হলে রাশিয়ার বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে।
Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, শীর্ষ সংবাদ