সিরিয়া পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন
ইউরো সংবাদ: সিরিয়া পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইউরোপীয় ইউনিয়নের মানবিক ত্রাণ সহায়তা বিষয়ক কমিশনার ক্রিস্টালিনা জরজেইভা। তিনি বলেন, চলতি দশকে সবচেয়ে ভয়াবহ মানবিক সঙ্কটে পড়তে যাচ্ছে সিরিয়া।
জরজেইভা বলেন, “এক হাজার দিনের সহিংসতায় হাজার হাজার নারী, পুরুষ ও শিশু নিহত হয়েছে। ঘর বাড়ি হারিয়ে উদ্বাস্তুতে পরিণত হয়েছে লাখ লাখ মানুষ। মৃত্যু, ভয়, বঞ্চনা ও হতাশার মধ্যে এক হাজার দিনে এমন একটি প্রজন্মের সৃষ্টি হয়েছে যারা হারিয়ে যাচ্ছে।”
এদিকে, জাতিসংঘের তথ্যমতে, ২০১১ সাল থেকে চলা এ সহিংসতায় এক লাখেরও বেশি মানুষ নিহত ও আরও কয়েক লাখ মানুষ উদ্বাস্তু হয়েছে।
জাতিসংঘের শরণার্থী ও উদ্বাস্তু বিষয়ক সংস্থা জানিয়েছে সিরিয়া থেকে প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে গেছে ৩০ লাখেরও বেশি মানুষ।
আগামী ২২ জানুয়ারি সিরিয়া বিষয়ক দ্বিতীয় জেনেভা সম্মেলনের কথা উল্লেখ করে জরজেইভা বলেন, ওই আলোচনার ওপর তার আশা নিবদ্ধ হয়ে আছে।
Category: 1stpage, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, শীর্ষ সংবাদ