• ৫ জ্যৈষ্ঠ ,১৪৩১,19 May ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

রিয়াদে সিরিয় মেয়ে বিক্রির বিজ্ঞাপন: নানা মহলের নিন্দা

| ডিসেম্বর 13, 2013 | 0 Comments

 আন্তর্জাতিক: সৌদি আরবের রাজধানী রিয়াদে কৈশোর বা তারুণ্যে উপনীত সিরিয় মেয়েদের বিক্রির বিজ্ঞাপন প্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে নানা মহল।

সম্প্রতি টেলিফোন নাম্বারসহ ‘পারিবারিক উপদেষ্টা’র পরিচয় দিয়ে এক সৌদি নাগরিক সিরিয় মেয়ে বিক্রির এক বিজ্ঞাপন প্রচার করেছেন।

 ‘আল-ওয়াতান’ পত্রিকার বরাত দিয়ে আল মিরসাদ ওয়েব-সাইট এই তথ্য দিয়েছে।

 ওই বিজ্ঞাপনে প্রত্যেক প্রাপ্ত-বয়স্ক সিরিয় মেয়ের মূল্য দশ হাজার সৌদি রিয়াল বলে উল্লেখ করা হয়েছে।

 সামাজিক যোগাযোগ নেটওয়ার্কগুলোতে ওই বিজ্ঞাপনটি প্রচার করেছেন অনেক মানবাধিকার কর্মী। সৌদি সরকারসহ পাশ্চাত্য ও তাদের সেবাদাস সরকারগুলোর চাপিয়ে দেয়া যুদ্ধের ফলে সিরিয়ার জনগণ, বিশেষ করে দেশটির নারী সমাজ অত্যন্ত বিপদের শিকার হয়েছে সাম্প্রতিক দুই-তিন বছরে। আর এ অবস্থায় দারিদ্রের শিকার সিরিয় মেয়েদের অপব্যবহার করে জর্দানে পাচার করা হচ্ছে এবং সৌদি শেখরাসহ ধনী আরব ব্যক্তিরা তাদের কিনে নিচ্ছে বলে খবর আসছে।

 শরণার্থী শিবিরগুলো থেকে অসহায় সিরিয় মেয়েদের জর্দানসহ নানা দেশে পাচার করে তাদের দিয়ে অনৈতিক বা অসামাজিক কার্যকলাপ পরিচালিত করা হচ্ছে বলেও বিভিন্ন সময়ে লোমহর্ষক নানা খবর আসছে। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী-চক্র ও সুযোগ-সন্ধানী লোকেরা এইসব ব্যবসার হোতা বলে বিভিন্ন মানবাধিকার সংস্থা জানিয়েছে।

Category: 1stpage, আন্তর্জাতিক, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply