ইউক্রেনের ওপর ‘প্রকাশ্যে’ চাপ প্রয়োগ কারছে পাশ্চাত্য: রাশিয়া
ইউরো সংবাদ:ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক প্রতিষ্ঠার জন্য ইউক্রেনের ওপর প্রকাশ্যে চাপ সৃষ্ট করা হচ্ছে বলে অভিযোগ করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, “আমরা অত্যন্ত বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করছি, ইউক্রেনের ওপর পাশ্চাত্য প্রকাশ্য চাপ সৃষ্টি করছে।”
বুধবার রুশ পার্লামেন্টের উচ্চকক্ষে দেয়া বক্তৃতায় ল্যাভরভ বলেন, ইউক্রেন সরকার ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক না চাইলেও তাকে সে সম্পর্কের দিকে যেতে জোরাজুরি করা হচ্ছে। দেশটির একদল তরুণ-তরুণীকে সরকারের বিরুদ্ধে লেলিয়ে দেয়া হয়েছে।
এর আগে গতকাল মস্কো সফররত ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি নিরাপত্তা চুক্তিতে সই করেন। চুক্তি অনুযায়ী ইউক্রেন সরকারের নিরাপত্তা বাহিনীগুলোকে শক্তিশালী করার কাজে রাশিয়া ১,৫০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে। চুক্তিতে আরো বলা হয়েছে, ইউক্রেনে সরবরাহকৃত গ্যাসের দাম এক-তৃতীয়াংশ কমাবে রাশিয়া এবং সেদেশে কর্মরত ইউক্রেনের নাগরিকদের জন্য কাজের পরিবেশ উন্নত করা হবে।
রুশ পররাষ্ট্রমন্ত্রী এ সম্পর্কে আরো বলেন, ইউক্রেন যাতে ইউরোপের পক্ষে অবস্থান নেয় সেজন্য পাশ্চাত্য কিয়েভের ওপর চাপ সৃষ্টি করছে। তিনি অভিযোগ করেন, মস্কোর সঙ্গে ইউক্রেনের ঘনিষ্ঠতা সহ্য করতে পারছে না পাশ্চাত্য।
Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ