সমকামী বিয়ের বিরুদ্ধে প্যারিসের রাস্তায় ৩০ হাজার লোকের বিক্ষোভ
ইউরো সংবাদ: ফ্রান্সের জনগণ সমকামী বিয়ের বিরুদ্ধে বিক্ষোভ করে এ সংক্রান্ত আইন বাতিলের আহবান জানিয়েছে।
সমকামী বিয়ের সরকারি অনুমতির পর কয়েক মাস পেরিয়ে গেলেও প্রায়ই এর বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে এবং গতকালও বহু মানুষ প্যারিসের রাস্তায় বিক্ষোভ করেছে। বিক্ষোভকারীরা সমকামী বিয়ের অনুমতি দেয়ার বিষয়টিকে সরকারের ‘পরিবার বিদ্বেষী’ নীতি হিসেবে আখ্যায়িত করেছেন।
সমকামী বিয়ের বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভ সমাবেশে ৩০ হাজার লোক অংশ নিয়েছে বলে জানা গেছে। বিক্ষোভকারীদের প্ল্যাকার্ডে লেখা ছিল ‘সমকামী বিয়ে পরিবার ও সমাজ ধ্বংস করে’। সংসদে বিরোধী দলের অনেক সদস্যও এ বিক্ষোভে অংশ নেন।
ফ্রান্সের ক্ষমতাসীন সোশালিস্ট দল অর্থনৈতিক সংস্কারসহ নানা কর্মসূচি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে ২০১২ সালের নির্বাচনে ক্ষমতায় এলেও কেবল সমকামী বিয়েকে আইনসিদ্ধ করার প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে।
Category: 1stpage, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, শীর্ষ সংবাদ