ইউরোপীয় ইউনিয়নের দপ্তর খোলার অনুরোধ বিবেচনা করবে ইরান
ইউরো সংবাদ: ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইরানে দপ্তর খোলার আনুষ্ঠানিক অনুমতি চাইলে তেহরান তা বিবেচনা করার আশ্বাস দিয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারজিয়ে আফখাম বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন যদি তেহরানে দপ্তর খুলতে চায় তাহলে দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্ব ও এর প্রয়োজনীয়তা বিবেচনা করে দেখবে ইরান। বর্তমানে ইরানে ইউরোপীয় দেশগুলোর আলাদা আলাদা দূতাবাস থাকলেও তাদের সম্মিলিত কোনো দপ্তর নেই।
ইউরোপীয় পার্লামেন্ট-ইপি’র এক সদস্য সম্প্রতি বলেছেন, ইইউ’ভুক্ত দেশগুলো ইরানে দূতাবাস খোলার জন্য ইপি’র কাছে অনানুষ্ঠানিক আবেদন জানিয়েছে। ইউরোপীয় পার্লামেন্টে ফিনল্যান্ডের প্রতিনিধি ও ওই পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক কমিটি’র সদস্য তারজা ক্রোনবার্গ বলেছেন, তিনি সম্প্রতি ইরান সফরে গেলে ইউরোপীয় রাষ্ট্রদূতরা তার কাছে ওই আবেদন জানিয়েছেন।
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে তেহরানের ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরের পর ইউরোপের সঙ্গে ইরানের সম্পর্ক উন্নয়নের এ আলোচনা উত্থাপিত হয়েছে। জাতিসংঘের পাঁচ স্থায়ী সদস্যদেশ ও জার্মানীর সমন্বয়ে গঠিত ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে গত ২৪ নভেম্বর ওই পরমাণু চুক্তি স্বাক্ষরিত হয়।
Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক, ইউরো সংবাদ, ইউরো সংবাদ