যৌন কেলেংকারি: ব্রিটিশ ৩ সেলিব্রেটিকে ঘুরতে হচ্ছে আদালতে
ইউরো সংবাদ: যৌন কেলেংকারির আলাদা অভিযোগে ব্রিটেনের তিন সেলিব্রেটিকে আদালতে হাজিরা দিতে হচ্ছে। এর মধ্যে রয়েছেন বিবিসি’র সাবেক ডিজে ডেভ লি ট্রেইভিস।
৬৮ বছর বয়সী সাবেক এ উপস্থাপক গতকাল (মঙ্গলবার) লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে ২০০৮ সালের যৌন নির্যাতনের মামলায় হাজিরা দেন। তার বিরুদ্ধে আরো ১৩টি অভিযোগ রয়েছে। এসব যৌন হয়রানি বা নির্যাতনের ঘটনা ১৯৭৬ সাল থেকে ২০০৩ সালের মধ্যে ঘটেছে।
গতকাল মামলার শুনানির শুরুতেই বাদী পক্ষের আইনজীবী মিরান্ডা মুর বলেন, ট্রেইভিস একজন সুযোগসন্ধানী যৌন অপরাধী যিনি গত চার দশক ধরে বহু কিশোরীকে শিকারে পরিণত করেছেন।
গতকাল সাবেক বিনোদন শিল্পী রল্ফ হ্যারিসকেও যৌন হয়রানির মামলায় একই আদালতে তোলা হয়। তার বিরুদ্ধে ১২টি অভিযোগ রয়েছে। এর মধ্যে তিনি ১৯৬৮ থেকে ১৯৮৬ পর্যন্ত চারটি অপরাধ করেছেন আর ২০১২ সালের মার্চ থেকে জুলাই পর্যন্ত করেছেন আরো চারটি অপরাধ।
এদিকে, বিটেনের আরেক খ্যাতনামা সোপ স্টার উইলিয়াম রোচেকে ১৫ বছরের এক কিশোরী ধর্ষণের দু’টি অভিযোগসহ ধর্ষণ ও যৌন নির্যাতনের সাতটি অভিযোগে প্রেস্টোনের আদালতে তোলা হয়। এরইমধ্যে তার বিচার শুরু হয়েছে। উইলিয়াম রোচে হচ্ছ্নে বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময়ের সোপ স্টার।
এর আগেও ব্রিটিশ টিভি তারকা জেমি স্যাভিলসহ বহু খ্যাতনামা টিভি উপস্থাপক ও তারকার বিরুদ্ধে ভয়াবহ যৌন কেলেংকারির ঘটনা প্রকাশ হয়েছে।
Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ -UK, শীর্ষ সংবাদ