মার্কিন গোয়েন্দাবৃত্তি নিয়ন্ত্রণে ওবামার প্রতি এইচ.আর.ডব্লিউ’র আহ্বান
আন্তর্জাতিক: ওয়াশিংটনের গোয়েন্দা ততপরতা কমাতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ- এইচ.আর.ডব্লিউ। সেই সঙ্গে, বিশ্বের মানুষের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান দেখাতেও ওবামার প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।
গত ১৬ জানুয়ারি এইচ.আর.ডব্লিউ মার্কিন গোয়েন্দা কর্মসূচিতে গুরুত্বপূর্ণ সংশোধনীর আহ্বান জানিয়ে ওবামার প্রতি এ চিঠি পাঠায়। এরপর দিন গোয়েন্দা ততপরতায় ধারাবাহিক পরিবর্তন নিয়ে ভাষণ দেন বারাক ওবামা।
চিঠিতে উল্লেখ করা হয়, “আমেরিকা ও এর বাইরে সব মানুষের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান জানিয়ে তার কথা ও কাজে তার অবস্থান পরিষ্কার করতে হবে।”
এছাড়া, আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষের টেলিফোনালাপে আড়িপাতা বন্ধ করা, অনলাইনে সুরক্ষা নিশ্চিত করা ও মার্কিন গোয়েন্দা কর্মসূচিকে স্বচ্ছ করতেও আহ্বান জানায় এইচ.আর.ডব্লিউ।
চলতি মাসের শুরুতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও মার্কিন প্রেসিডেন্টের প্রতি এক খোলা চিঠি পাঠিয়েছিল। চিঠিতে দেশটির জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসআই-এর গোয়েন্দা ততপরতায় সংশোধনীসহ মানবাধিকারকে আমেরিকার জাতীয় নীতির কেন্দ্রীয় বিষয়বস্তু করার আহ্বান জানায়।
Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক, শীর্ষ সংবাদ