ভ্যালেরিকে দেখতে গেলেন ওঁলাদ, ক্লোজার ম্যাগাজিনের বিরুদ্ধে মামলা ঠুকলেন গায়েত
ইউরো সংবাদ: ফরাসি ফার্স্ট লেডি ভ্যালেরি ট্রায়ারওয়েইলার হাসপাতালে ভর্তি হবার পর এ প্রথম তাকে দেখতে গেলেন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ। অভিনেত্রী জুলি গায়েতের সঙ্গে তার গোপন প্রণয় ফাঁস হবার পর ৯ই জুন থেকে হাসপাতালে ভর্তি আসেন ফরাসি ফার্স্ট লেডি। ফরাসি কর্মকর্তারা জানিয়েছেন, স্নায়ুবিকভাবে অত্যন্ত বিচলিত হয়ে পড়ার কারণে তিনি হাসপাতালে বিশ্রামে আছেন। তার শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে বলে ভ্যালেরির মুখপাত্র বার্তা সংস্থা এপিকে জানিয়েছে। ক্লোজার ম্যাগাজিন ওলাদের গোপন প্রেমের বিস্তারিত প্রকাশ করার পর ওঁলাদ বেশ অপ্রস্তুত পরিস্থিতিতে পড়েছেন।
পত্রিকাটি নতুন করে দাবি করেছে যে, গায়েতের সঙ্গে ফরাসি প্রেসিডেন্টের সম্পর্ক দু’বছর ধরে চলছে। প্রেসিডেন্টর কার্যালয় পত্রিকাটির এ দাবির বিপরীতে কোন মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেছে। এদিকে ব্যক্তিগত বিষয়ে নাক গলানোর জন্য ক্লোজার ম্যাগাজিনের বিরুদ্ধে মামলা ঠুকেছেন জুলি গায়েত। পত্রিকাটি ফ্রান্সের ব্যক্তিগত গোপনীয়তা আইন লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছেন তিনি। ক্ষতিপূরণ হিসেবে ৫০ হাজার ইউরো আর আইনি ব্যয় বাবদ ৪ হাজার ইউরো দাবি করবেন। গায়েত যদি মামলাটি জিতে যান তাহলে ক্লোজার ম্যাগাজিন বাধ্যতামূলকভাবে তাদের কভারে আদালতের রায় ছাপতে হবে।
Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, ব্রেকিং নিউজ, শীর্ষ সংবাদ