• ১৮ কার্তিক ,১৪৩১,02 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

পীরগঞ্জে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত শিরীন শারমিন স্পিকারই থাকছেন

| জানুয়ারী 28, 2014 | 0 Comments

দেশের খবর: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেড়ে  দেয়া  রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে একমাত্র প্রার্থী  স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার সকালে রংপুরের জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তা ফরিদ আহমেদ  এই  ঘোষণা দেন।

 এরপর বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকায় নির্বাচন কমিশন থেকে গেজেট জারি করে প্রকাশের জন্য বিজি প্রেসে পাঠানো হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।

 এ প্রক্রিয়ায় বর্তমান স্পিকার শিরীন শারমিন নির্বাচিত সংসদ সদস্য হিসেবেই আগামীকাল (বুধবার) সন্ধ্যা ৬টায় দশম সংসদের প্রথম অধিবেশনে যোগ দিতে পারবেন। পরবর্তী স্পিকার পদে তাকেই মনোনয়ন দেয়া হবে বলে অনেকটাই নিশ্চিত হয়েছে।

 সাবেক স্পিকার অ্যাডভোকেট আবদুল হামিদ রাষ্ট্রপতির দায়িত্ব নেয়ার পর নবম সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্য শিরীন শারমিন দেশের প্রথম নারী স্পিকার হিসাবে সংসদের কর্তৃত্বে আসেন।

 এ ছাড়া, নিয়ম অনুযায়ী বুধবার অধিবেশনের প্রথম কার্যদিবসে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত করারও কথা রয়েছে। এর বাইরে প্রথম বৈঠকে বিধান অনুযায়ী অন্যান্য কর্মসূচি সম্পন্ন করা হবে।

 এদিকে সংসদ সচিবালয় থেকে দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সব প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। প্রস্তুতির অংশ হিসেবে সম্প্রতি সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব আশরাফুল মকবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অধিবেশন উপলক্ষে বিভিন্ন পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

Category: 1stpage, Scroll_Head_Line, দেশের খবর, ব্রেকিং নিউজ, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply