ইরানের বাজার দখলের প্রতিযোগিতায় নেমেছে ইউরোপীয় কোম্পানিগুলো
ইউরো সংবাদ: ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করার একই সময়ে ইউরোপীয় কোম্পানিগুলোও ইরানের মত একটি লোভনীয় বাজার দখলের প্রতিযোগিতায় নেমেছে। মার্কিন ফরেন পলিসির উদ্ধৃতি দিয়ে ইরানের দৈনিক কেইহান এ খবর দিয়েছে।
মার্কিন ফরেন পলিসির ওই প্রতিবেদনে বলা হয়েছে, জার্মানির ১০০টির বেশি কোম্পানি বর্তমানে ইরানের সঙ্গে ব্যবসা-বাণিজ্য করছে এবং ইউরোপের অন্যান্য দেশের আরো বহু কোম্পানিও ইরানের বাজারে প্রবেশের অপেক্ষায় আছে।
ফরেন পলিসির প্রতিবেদনে আরো বলা হয়েছে, এসব কোম্পানি ব্যবসা-বাণিজ্য পুরোদমে শুরু করলে ইরানে নতুন করে দুই হাজার কোটি ডলারের বিদেশি বিনিয়োগ আসবে। গত ২৪ নভেম্বর জেনেভায় ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের যে পরমাণু চুক্তি হয়েছে এটা তারই ফল।
মার্কিন ফরেন পলিসি সাময়িকীর ওই প্রতিবেদনে এও বলা হয়েছে, ইরানের জ্বালানি খাত ইউরোপের কাছে সবচেয়ে লোভনীয় বিষয় এবং এসব দেশের বড় বড় কোম্পানিগুলো এ খাতে বিনিয়োগের জন্য রীতিমত প্রতিযোগিতায় নেমেছে।
Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ব্রেকিং নিউজ