দেশের খবর: বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে আপত্তিকর বক্তব্য থাকায় ভারতীয় চলচ্চিত্র ‘গুন্ডে’ প্রদর্শন নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছে সরকার।
আজ (রোববার) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনুবিভাগের মহাপরিচালক শামীম আহসান এ কথা জানান। তিনি আরো জানান, সম্প্রতি গুন্ডে ছবিটিতে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে নেতিবাচকভাবে উপস্থাপন করার বিষয়টি গণমাধ্যমে আসার পর সরকার এ বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে। ছবিটিতে ইতিহাস বিকৃতির বিষয় নজরে আসার পর থেকেই দিল্লির বাংলাদেশ হাইকমিশন ও পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছিল।
শামীম আহসান জানান, “এ ধরনের একটি ছবি ভারতীয় চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড কীভাবে ছাড় দিল, সে বিষয়েও ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করা হয়। ছবিটি বর্তমান অবস্থায় প্রদর্শন না করার জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ারও আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।”
গত ১৪ ফেব্রুয়ারি ‘গুন্ডে’ চলচ্চিত্রটি মুক্তি পায়। এতে বাংলাদেশের জন্মকে দেখানো হয়েছে ভারত-পাকিস্তানের ১৩ দিনের যুদ্ধের ফল হিসেবে, যা শুরু হয় ১৯৭১ সালের ৩ ডিসেম্বর ও শেষ হয় ১৬ ডিসেম্বর।
এর আগে যশরাজ ফিল্মসের সিনেমা ‘গুন্ডে’তে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি নিয়ে গত কয়েকদিন ধরে উত্তাল সামাজিক যোগাযোগের সাইটগুলো। বিশেষ করে বিষয়টি নিয়ে বাংলাদেশীদের পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়, ঝড় ওঠে ফেসবুকে।
এক পর্যায়ে ফেসবুকের বিভিন্ন পেইজের উদ্যোগে গত দু’দিন ধরে যশরাজ ফিল্মসের দু’টি মেইল আইডিতে প্রতিবাদলিপি পাঠান সহস্রাধিক বাংলাদেশী।
এরই ধারাবাহিকতায় এবার ‘দুঃখ প্রকাশ’ করে যশরাজ ফিল্মস প্রোডাকশন। তবে আনুষ্ঠানিকভাবে নয়, ‘গুন্ডে’ সিনেমার অফিশিয়াল ফ্যান পেইজ ‘গুন্ডে দ্য ফিল্ম’ পেইজে পোস্ট করা একটি বিবৃতির মাধ্যমে ‘দুঃখ প্রকাশ’ করে যশরাজ ফিল্মস প্রোডাকশন।
Category: 1stpage, Scroll_Head_Line, দেশের খবর