শীর্ষ ধনীর খেতাব পুনরুদ্ধার বিল গেটসের…বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর সিঙ্গাপুর
আন্তর্জাতিক: বিশ্বের শীর্ষ ধনীদের একটি বার্ষিক তালিকা প্রকাশ করেছে বিখ্যাত ফোর্বস ম্যাগাজিন। সে তালিকার শীর্ষে যে নামটি রয়েছে, সেটি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের। গত বছর তার সম্পদে যোগ হয়েছে আরও ৯ বিলিয়ন ডলার। সে হিসেবে মোট সম্পদের পরিমাণ ৭৬ বিলিয়ন ডলার। টেলিকম মোগল বলে পরিচিত মেক্সিকোর কার্লোস স্লিম হেলু গত ৪ বছর শীর্ষস্থানে ছিলেন। ২০১৪ সালে তিনি চলে এসেছেন দ্বিতীয় অবস্থানে। ফোর্বস গতকাল ‘টোয়েন্টি এইটথ অ্যানুয়াল ওয়ার্ল্ডস বিলিয়নেয়ার্স ইস্যু’ প্রকাশ করে। এবার রেকর্ড সংখ্যাক ১ হাজার ৬৪৫ জন ফোর্বসের তালিকায় স্থান করে নিয়েছেন। তাদের সম্মিলিত অর্থের পরিমাণ ৬ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার। গত বছর এ সংখ্যা ছিল ১ হাজার ৪২৬ জন এবং তাদের সম্মিলিত অর্থের পরিমাণ ছিল ৫ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার। এদিকে এবার নতুন ৪২ জন নারী বিলিয়নেয়ারের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। সব মিলিয়ে এবার নারী বিলিয়নেয়ারের সংখ্যা দাঁড়িয়েছে ১৭২ জনে। টানা দ্বিতীয বছর তৃতীয় স্থানে রয়েছেন স্প্যানিশ পোশাক রিটেইলার অ্যামানসিও ওরতেগা। ওয়ারেন বাফেট রয়েছেন চতুর্থ অবস্থানে।
বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় সিঙ্গাপুর রয়েছে প্রথম স্থানে। ১৩১টি দেশকে পেছনে ফেলে ২০১৪ সালে বসবাসের জন্য সবচেয়ে ব্যয়বহুল শহরের খেতাবটি অর্জন করেছে সিঙ্গাপুর। পোশাক কেনার জন্যও সবচেয়ে ব্যয়বহুল মহানগরী হিসেবে শীর্ষস্থান দখল করেছে সিঙ্গাপুরের রাজধানী সিঙ্গাপুর। সিঙ্গাপুরের মুদ্রার অবস্থানও বেশ শক্তিশালী। দেশটির ১ ডলারের বিপরীতে বাংলাদেশী মুদ্রায় ৬১ টাকা ৩২ পয়সা পাওয়া যায়। এ শহরে একটি গাড়ির রক্ষণাবেক্ষণে যে ব্যয় এবং পানি, বিদ্যুৎ, গ্যাস ইত্যাদি বিলের যে আকাশচুম্বী ঊর্ধ্বগতি অব্যাহত, তা শহরটিকে সবার ওপরে স্থান করে দেয়ার ক্ষেত্রে অবদান রেখেছে। ২০১৩ সালে সবচেয়ে ব্যয়বহুল রাষ্ট্রের খেতাব পাওয়া জাপানের রাজধানী টোকিওকে পেছনে ফেলেছে সিঙ্গাপুর। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। বিশ্বের শীর্ষ পাঁচ বিলাসবহুল শহরের মধ্যে স্থান করে নেয়া বাকি শহরগুলো হচ্ছে: ফ্রান্সের প্যারিস, নরওয়ের অসলো, সুইজারল্যান্ডের জুরিখ ও অস্ট্রেলিয়ার সিডনি। ষষ্ঠ স্থানে রয়েছে টোকিও। বিশ্বের শীর্ষস্থানীয় ১০টি শহরের মধ্যে এশিয়ার প্রাধান্য চোখে পড়ার মতো। অস্ট্রেলিয়ার শহরগুলোও রয়েছে সে তালিকায়। ইউরোপের কিছু শহরও রয়েছে এর মধ্যে। এদিকে এশিয়ায় বিপরীত চিত্রও রয়েছে। বিশ্বের সবচেয়ে কম ব্যয়বহুল শহরের তালিকায় স্থান করে নিয়েছে ভারতের মুম্বই ও নয়াদিল্লি।
Category: 1stpage, আন্তর্জাতিক, ব্রেকিং নিউজ