লিথুয়ানিয়ায় মোতায়েন করা হলো মার্কিন সেনা; সোমবার এস্তোনিয়ায়
ইউরো সংবাদ: ইউক্রেনের চলমান সংকটের মধ্যেই সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশ লিথুয়ানিয়ায় মোতায়েন করা হলো মার্কিন সেনা। ইউক্রেন সংকটকে সামনে রেখে এ অঞ্চলে যেসব মার্কিন সেনা মোতায়েন করা হচ্ছে তারই অংশ হিসেবে লিথুয়ানিয়ায় আজ (শনিবার) ১৫০ সেনা মোতায়েন করা হলো।
মার্কিন ১৭৩ এয়ারবোর্ন ব্রিগেডের সেনারা লিথুয়ানিয়ার সিয়াউলিয়াই বিমান ঘাঁটিতে নামে। সারা বছর ধরে লিথুয়ানিয়ায় সামরিক মহড়া চলবে এবং এতে যে ৬০০ সেনা অংশ নেবে তার প্রথম দল হিসেবে এসব সেনা আজ সেখানে গেছে।
লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট ডালিয়া গ্রিবসকাইতে এ ঘটনাকে প্রতিরোধমূলক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, “বর্তমান পরিস্থিতিতে প্রকৃত বন্ধুরা সাহায্যের জন্য এগিয়ে আসছে। এর মধ্যে যদি আমাদের কোনো মেহমান আহত হন তাহলে তাকে শুধু লিথুয়ানিয়ার সঙ্গে প্রকাশ্য সংঘর্ষ বলেই মনে করা হবে না বরং আমেরিকার সঙ্গে যুদ্ধ বলে ধরে নেয়া হবে।”
গত বুধবার মার্কিন সেনাদের আরেকটি দল পোল্যান্ডে পৌঁছেছে। এছাড়া, লাটভিয়ায় গতকাল মোতায়েন করা হয়েছে ১৫০ সেনা। সোমবার আরো ১৫০ জন সেনা মোতায়েন করা হবে এস্তোনিয়ায়।
Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ব্রেকিং নিউজ, শীর্ষ সংবাদ