• ১ জ্যৈষ্ঠ ,১৪৩১,15 May ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

বাংলা একাডেমী ইউকের উদ্যোগে কার্ডিফে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখি মেলা অনুষ্ঠিত

| জুন 5, 2014 | 0 Comments

20140525_144531ইউরোবিডি কমিউনিটি সংবাদ:

কার্ডিফ থেকে বদরুল মনসুর : মাল্টিকালচারেল ও মাল্টিন্যাশনালের মাটিতে নবপ্রজন্মের সামনে বাঙালি জাতির কৃষ্টি-সাংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার লক্ষ্যে বাংলা একাডেমী ইউকে প্রতিষ্ঠালগ্ন থেকে নিরলসভাবে কাজ করে চলছে। বৃটেনের ওয়েলসে রাজধানী ঐতিহ্যবাহী কার্ডিফ শহরের কমিউনিটি সেন্টারে গত ১ জুন রোববার স্বতঃস্ফুর্ত জনসমাগমের উপস্থিতিতে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে নানা স্টলের সমাহার ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বাংলা একাডেমী ইন ইউকের উদ্যোগে বৈশাখি মেলা উদযাপন করা হয়।

বাংলা একাডেমী ইউকের প্রতিষ্ঠাতা পরিচালক মুনিরা চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন কার্ডিফ কাউন্টি কাউন্সিলের ডেপুটি লর্ড মেয়র কাউন্সিলর আলহাজ আলী আহমদ, কাউন্সিলর দিলওয়ার আলী, কাউন্সিলর আইওলা গর্ডন, কমিনিউটি সংগঠক ও সাংবাদিক মনসুর আহমদ মকিস, মহিলা নেত্রী জেসমিন চৌধুরী, জালাল চৌধুরী আবেদ, শেখ জাসমিন, রুকশানা বেগম, বাবলিন মল্লিক, বনানী সিনহা, আব্দুল কাদির, শিউলি বেগম প্রমুখ।20140525_143503

সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে বৃটেনের জনপ্রিয় শিল্পী লাবনী বড়–য়া সবুজ, হাবিব বাপ্পু আমিন, বনানী সঙ্গীত পরিবেশন করেন।আমন্ত্রিত অতিথিরা স্পনসার ও বাংলা একাডেমীর শিশু শিল্পীদের মধ্যে সদন বিতরণ করেন।

উল্লেখ্য, এবছর বৈশাখি মেলার ৩০ টি স্টল অংশগ্রহণের মাধ্যমে ভালই ব্যবসা করেছেন বলে স্টলের মালিকরা জানান।মিডিয়া পার্টনার হিসেবে দায়িত্ব পালন করে বৃটেনের সর্ব প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলা টিভি, ডেইলি সিলেট ডট কম, মৌলভীবাজার ডট কম ও মৌলভীবাজারের জনপ্রিয় সাপ্তাহিক মৌমাছি কণ্ঠ।

অনুষ্ঠানে সকল বক্তারা এই অভুতপূর্ব অনুষ্ঠানের জন্য বাংলা একাডেমী ইউকের ভূয়শী প্রশংসা করে আগামী বছরও বৈশাখি মেলার আয়োজনের জন্য উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান।

Category: Community UK, ইউরোবিডি কমিউনিটি সংবাদ

About the Author ()

Leave a Reply