• ১৮ বৈশাখ ,১৪৩১,02 May ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

লন্ডন আলতাব আলী পার্কে সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

| ফেব্রুয়ারী 14, 2015 | 0 Comments

aftab_ali_park-1ইউরোবিডি কমিউনিটি সংবাদ:

বদরুল মনসুর :: ৯ ফেব্রুয়ারী লন্ডনের আলতাব আলী পার্কে বন্ধন ইউকে ও জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাই ১৯৭১ ইউকে লন্ডন সিটি কমিটির স্বতস্ফুর্ত অংশ গ্রহণে লন্ডনের সর্বদলীয় সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে অংশ গ্রহণ করেন জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাই ১৯৭১ ইন ইউকে’র ডেপুটি কনভেনার আবুল হোসেন ওয়াদুদ, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুজিবুর রহমান জসিম, সাবেক ছাত্রনেতা আব্দুল বাছিত, সাবেক ছাত্রনেতা এম এ মুহিত আফজল, জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকে’র লন্ডন সিটি কমিটির ডেপুটি কনভেনার যুবনেতা আমজাদ হোসেন সানি, জেনারেল সেক্রেটারী সাবেক ছাত্রনেতা আমিনুর রহমান কাবিদ, সংগঠনের ডেপুটি কনভেনার মুহিদ রহমান, ডেপুটি কনভেনার লিপি হালদার, সাবেক ছাত্রনেতা সেলিম আহমেদ, জয়েন সেক্রেটারী ছাত্রনেতা এম এ খান জাকির, জয়েন সেক্রেটারী নাজমুল ইসলাম ইমন, প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারী রাজিব আহমেদ, তথ্য ও গবেষণা সম্পাদক জাহাঙ্গীর হোসেন, যুবনেতা এস কে সালাম, বদরুল মনসুর, দানিয়াল আহমেদ, ছাত্রনেতা শাওন রহমান, আব্দুল মতিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।aftab_ali_park-2

এদিকে জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকে’র কেন্দ্রীয় কনভেনার ও ওয়েলস আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক ছাত্রনেতা মকিস মনসুর আহমদ এক বিবৃতিতে আফতাব আলী পার্কে সন্ত্রাস বিরোধী সমাবেশে বন্ধন ইউকে ও জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাই ১৯৭১ ইন ইউকে লন্ডন সিটি কমিটির স্বতস্ফুর্ত অংশ গ্রহণ করায় নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশে বিএনপি জামায়াত শিবির ইস্যুবিহীন আন্দোলনের নামে যে নৈরাজ্য সৃষ্টি করেছে তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে এইসব সন্ত্রাসী কার্যকলাপ কঠোর হস্তে দমন করার জন্য মাননীয় প্রধামন্ত্রী শেষ হাসিনার প্রতি আহ্বান জানান।

Category: 1stpage, Community UK, Scroll_Head_Line, ইউরোবিডি কমিউনিটি সংবাদ

About the Author ()

Leave a Reply