• ২৪ বৈশাখ ,১৪৩১,08 May ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ‘মিথ্যাচার’ ধরিয়ে দিলেন ইইউ প্রতিনিধি

| ফেব্রুয়ারী 23, 2015 | 0 Comments

BD EUদেশের খবর: বাংলাদেশে সহিংসতার কারণে মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন নয় ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দল, বুধবার এমনটাই সাংবাদিকদের জানিয়েছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম৷ কিন্তু আসল ঘটনা পুরোপুরি ভিন্ন৷

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন বলেই দেশটি সফর করছেন ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার বিষয়ক সাব-কমিটির প্রতিনিধিদল৷ অথচ বুধবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী গণমাধ্যমকে বলেছেন উল্টো কথা যে, প্রতিনিধি দল নাকি তাঁকে জানিয়েছে মানবাধিকার নিয়ে তাদের উদ্বেগ নেই৷

দ্য ডেইলি স্টার পত্রিকা প্রতিমন্ত্রীর বক্তব্য প্রকাশের পর তাই প্রতিনিধি দল জানিয়েছে প্রতিবাদ৷ প্রতিনিধি দলের প্রধান ক্রিস্টিয়ান ডান প্রেডা পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন যে, মন্ত্রী ভুল বলেছেন৷ টুইটারে এই বিষয়ে মন্তব্য করেছেন অনেকে৷

প্রসঙ্গত, বাংলাদেশ সফর নিয়ে এই একটি তথ্য ছাড়া তেমন কোনো তথ্য প্রকাশ করেনি ইউরোপীয় প্রতিনিধি দল৷ তবে ক্রিস্টিয়ান ডান প্রেডা তাঁর টুইটার এবং ফেসবুক অ্যাকাউন্টে বাংলাদেশ সফরের কিছু ছবি প্রকাশ করেছেন৷ রোমানীয় ভাষায় দেয়া তাঁর একটি স্ট্যাটাসে তিনি লিখেছেন, বাংলাদেশের একমাত্র নোবেল জয়ী মুহাম্মদ ইউনূসের সঙ্গে তাঁর সাক্ষাতের কথা (নীচের প্রথম টুইট)৷ এছাড়া আরো কিছু ছবি তিনি শেয়ার করেছেন ফেসবুকে, যার লিংক রয়েছে টুইটারে৷

এদিকে, বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতা নিরসনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির উদ্দেশ্যে টুইটারে লিখতে দেখা গেছে অনেককে৷ এ সব টুইটে ব্যবহার করা হয়েছে ইংরেজিতে #ফেয়ারইলেকশন এবং #এক্সট্রাজুডিশিয়ালকিলিং হ্যাশট্যাগ৷

Dear @JohnKerry please ask #Bangladesh Foreign Minister to stop #ExtrajudicialKilling and arrange #FairElection https://t.co/NCkyQGqW3l

— Zulu Hasan (@ZHasanBNP) ফেব্রুয়ারি 19, 2015

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর টুইটার অ্যাকাউন্ট থেকে অবশ্য এসব টুইটের কোনো উত্তর দেয়া হয়নি৷ তবে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন বলছে, বাংলাদেশকে গণতান্ত্রিক ভিত্তিতে ফিরতে রাজনৈতিক সমাধানে সহযোগিতার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র৷

Category: Scroll_Head_Line, দেশের খবর, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply