• ১৮ কার্তিক ,১৪৩১,02 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

আফগান সীমান্তে পাকিস্তানের বিমান হামলা: নিহত ৩৪ সন্ত্রাসী

| মার্চ 19, 2015 | 0 Comments

pkআন্তর্জাতিক: আফগান সীমান্তবর্তী পাকিস্তানের উপজাতি অধ্যুষিত এলাকায় চালানো বিমান হামলায় ৩৪ সন্ত্রাসী নিহত হয়েছে। গত বছর পাকিস্তানের উপজাতি এলাকায় তালেবান বিরোধী যে সামরিক অভিযান শুরু হয়েছিল তারই অংশ হিসেবে আজকের অভিযান চালানো হয়েছে।

 পাকিস্তানের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, খায়বার অঞ্চলের তিরাহ এলাকায় সন্ত্রাসীদের সুনির্দিষ্ট অবস্থানে বিমান হামলায় ৩৪ জন মারা গেছে। পাকিস্তান বিমান বাহিনীর নতুন প্রধান হিসেবে সোহেল আমান আজ দায়িত্ব নিচ্ছেন আর এদিনই এ হামলার ঘটনা ঘটল। তিন বছর দায়িত্ব পালন শেষে তাহির রফিক আজ দায়িত্ব হস্তান্তর করছেন।

 করাচি নৌবন্দরে সন্ত্রাসী গোষ্ঠী তালেবানের হামলার পর গত বছরের অক্টোবর মাস থেকে পাকিস্তানের সামরিক বাহিনী দেশটিতে জঙ্গীদের বিরুদ্ধে অভিযান শুরু করে। এ পর্যন্ত কয়েক দফা বিমান হামলা চালানো হয়েছে। এছাড়া,  স্থলবাহিনীর অভিযানও চলেছে দফায় দফায়।

Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক

About the Author ()

Leave a Reply