• ৬ বৈশাখ ,১৪৩১,19 Apr ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

৩ বছরের কারাদণ্ড দেয়া হলো ইতালির সাবেক প্রধানমন্ত্রী বারলুসকোনিকে

| জুলাই 13, 2015 | 0 Comments

italyEAT ইউরো সংবাদ: ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনিকে ঘুষ কেলেংকারির দায়ে তিন বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। ন্যাপেলসের একটি আদালত (বুধবার) এ রায় দিয়েছে। একইসঙ্গে বারলুসকোনি আগামী পাঁচ বছর কোনো সরকারি পদে থাকতে পারবেন না বলেও আদেশ দিয়েছে আাদলত।

 একজন সিনেটরকে ঘুষ দেয়ার অপরাধে সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এ ব্যবস্থা নিল আদালত। মামলার তদন্তে প্রমাণ হয়েছে যে, ২০০৬ সালে তিনি সিনেটর সার্জিও ডি গ্রেগোরিওকে ৩০ লাখ ইউরো ঘুষ দিয়েছিলেন। রোমানো প্রোদির নেতৃত্বাধীন সেই সময়কার বামপন্থি সরকারকে অস্থিতিশীল করার জন্য বারলুসকোনি এ ঘুষ দিয়েছিলেন।

এদিকে, বারলুসকোনির আইনজীবী জানিয়েছেন, তার মক্কেলকে পুরো সাজা খাটতে হবে না কারণ আগামী ৬ নভেম্বর মামলা এবং এ রায় বাস্তবায়নের মেয়াদ পেরিয়ে যাবে। বারলুসকোনি তিন দফায় ইতালির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - Italy, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply