• ২১ বৈশাখ ,১৪৩১,04 May ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

সাইবার হামলায় অচল হল ব্রিটিশ পুলিশের একটি ওয়েবসাইট

| সেপ্টেম্বর 4, 2015 | 0 Comments

755bf53345b49eec6bc033177f7abc74_XLইউরো সংবাদ: ব্রিটেনে সাইবার হামলার পরিপ্রেক্ষিতে পুলিশের একটি ওয়েবসাইটে অচল হয়ে পড়েছে। ব্রিটেনের গ্রেটার ম্যানচেস্টার পুলিশ ওয়েবসাইট এ ভাবে অচল হয়ে পড়েছে এবং  পূর্ব ইউরোপীয় হ্যাকার এ সাইবার হামলা করেছে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া একই সঙ্গে সাইবার হামলায় ম্যানচেস্টার বিমানবন্দরের ওয়েবসাইট অচল হয়ে যায় বলেও জানানো হয়েছে।

 সাইবার হামলার পর টুইটারে দেয়া বার্তায় গ্রেটার ম্যানচেস্টার পুলিশ দাবি করেছিল, তাদের ওয়েবসাইটের কারিগরি সংকট দূর করা সম্ভব হয়েছে। কিন্তু তারপরই আবার ওয়েবসাইটটি অচল হয়ে যায়।

 পরে নাম না প্রকাশ করে টুইটার দেয়া বার্তায় লিথুনিয়ার একজন জানান এ সাইবার হামলার দায়িত্ব স্বীকার করেন। এ ছাড়া, এখানেই থেমে যাবে না বলেও জানান তিনি। এ ছাড়া আলাদা এক বার্তায় ম্যানচেস্টার বিমানবন্দরের ওয়েবসাইটও তার হামলায় অচল হয়েছে বলে দাবি করেছে।

 সাইবার হামলার কথা স্বীকার করে ম্যানচেস্টার বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছেন, তারা যত তাড়াতাড়ি সম্ভব সমস্যা দূর করার চেষ্টা করছে।

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ -UK

About the Author ()

Leave a Reply