• ৩ জ্যৈষ্ঠ ,১৪৩১,17 May ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

জার্মানিতে শুরু হবে অভিবাসনপ্রত্যাশীদের দেশে ফেরানোর উদ্যোগ

| অক্টোবর 23, 2015 | 0 Comments

0,,18756689_303,00ইউরো সংবাদ: নতুন অভিবাসন আইন শিগগিরই কার্যকর হবে৷ অভিবাসনের আবেদন প্রত্যাখ্যানের পরও জার্মানিতে থেকে যাওয়া বিদেশিদের সামরিক বিমানে তুলে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে৷

অভিবাসন সংকট জার্মানিতে এখন প্রতিদিনের আলোচনার বিষয়৷ ইউরোপকে প্রায় গ্রাস করে ফেলা এ সংকট নিরসনের জন্য নতুন অভিবাসন আইন প্রণয়ন করেছে জার্মানি৷ এবং আগের ঘোষণার চেয়ে আগেই শুরু হবে এ আইন কার্যকর করা৷ জার্মান সংবাদ মাধ্যমের খবর অনুযায়ীআগামী ১ নভেম্বর থেকে আইনটি কার্যকর করা শুরু করবে সরকার৷

প্রথমেই দেখা হবে এ আইন অনুযায়ী কারা অভিবাসী হওয়ার যোগ্য এবং কারা যোগ্য নন৷ আবেদন যাচাইবাছাই করে যাদের অযোগ্য মনে হবে তাদের দেশে ফেরানোর উদ্যোগও নেয়া হবে খুব তাড়াতাড়ি৷

আবেদনপত্র বাছাই করে অভিবাসনের অনুপযুক্ত প্রার্থীদের দেশে ফেরানোর উদ্যোগ অবশ্য আগে থেকেই চলছে৷ অনেক প্রার্থী নিজের উদ্যোগেই ফিরে যাচ্ছেন৷ জার্মানির ডি ভেল্ট’ পত্রিকার খবর অনুযায়ী২০১৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে ২২ হাজার ৪০০ অভিবাসনপ্রত্যাশী সরকার ব্যবস্থা নেয়ার আগেই দেশে ফিরে গেছেন৷ তবে ১১ হাজার ৫০০ জনকে জোর করে ফেরত পাঠাতে হয়েছে৷

আবেদন প্রত্যাখ্যাত হবার পরও নানান কায়দায় জার্মানিতে থেকে যেতে তৎপর লোকদের বিরুদ্ধে তাই নতুন উদ্যোগ নিতে পারে সরকার৷ আবেদন প্রত্যাখ্যাত হওয়ার পরই অভিবাসনপ্রত্যাশীদের প্রয়োজন হলে সেনাবাহিনীর বিমানে করে পাঠানোর কথাও বিবেচনা করা হচ্ছে৷

 

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - German, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply