• ২৪ বৈশাখ ,১৪৩১,08 May ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

ফ্রান্সের মার্সাই এলাকায় বন্দুক যুদ্ধে ৩ জন নিহত

| অক্টোবর 25, 2015 | 0 Comments
Marseille-fusillade

দুর্ঘটনা স্থল

ইউরো সংবাদ: রোব বার ভোর রাত ২ টায় ফ্রান্সের দক্ষিণের মার্সাই এলাকার  Lauriers (লরইয়ে) শহরে  বন্দুক যুদ্ধে এক জন যুবক ও দুই জন কিশোর সহ মোট তিন জন নিহত হয়েছে। লরইয়ে শহরটি আগে থেকেই মাদক উপদ্রব এলাকা হিসাবে পরিচিত ছিল।

নিহতদের বয়স ১৫ থেকে ২৪ এর মধ্যে। এই ঘটনায় স্বয়ংক্রিয় অস্র ব্যবহার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

হামলা করীরা দুটি প্রাইভেট কারে এসে একটি অ্যাপার্টমেন্টের নিচে দাড়িয়ে থাকা একটি গ্রূপের উপর অতর্কিত গুলি বর্ষণ করে পালিয়ে যায়।

ঘটনা স্থল থেকে পুলিশ অন্তত ২০ টি বুলেট ও একটি স্বয়ং ক্রিয় অস্র উদ্ধার করেছে।এছাড়া ঘটনা স্থলের প্রায় ২০ কিলোমিটার উত্তর থেকে ২ টি পোড়ানো গাড়ি উদ্ধার করেছে পুলিশ।

 উল্লেখ্য, লরইয়ে শহরটিতে এবছর মে মাসে মাদক বিরোধী একটি বড় ধরনের অপারেশন পরিচালনা করেছে ফ্রান্সের আইন শৃঙ্খলা বাহিনী। যে অভিযানে প্রায় ৩০০ ফ্রান্স পুলিশ অংশ গ্রহণ করে এবং সেই অভিযানে অন্তত ২০ জনকে গ্রেপ্তার করে ছিল পুলিশ।

লরইয়ের ঐ এলাকার এক বাসিন্দা বিএফএম টিভি কে এক সাক্ষাৎকারে বলেছেন, এলাকাটিতে প্রায় সময়ই অপরাধ সংগঠিত হয়ে আসছিল দীর্ঘ দিন ধরে। এসব অপরাধ নিজ অ্যাপার্টমেন্টের জানালা দিয়ে তিনি প্রায় দেখতেন। তিনি আরও বলেন, এলাকাটি এখন বসবাসের জন্য আর নিরাপদ মনে হচ্ছে না।

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply