• ৬ জ্যৈষ্ঠ ,১৪৩১,20 May ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

সমুদ্রের পানির উচ্চতা ৬ মিটার বাড়তে পারে!

| জুলাই 20, 2015 | 0 Comments

meteoআন্তর্জাতিক: সাম্প্রতিক গবেষণায় এমন আশঙ্কা প্রকাশ করেছেন বিজ্ঞানীরা৷ বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ঠেকাতে সরকারগুলো যে পরিকল্পনা নিয়েছে সেগুলো বাস্তবায়িত হলেও এমনটা হতে পারে বলে মনে করছেন তাঁরা৷

যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বিশ্বের বিজ্ঞানীদের একটি দলের করা গবেষণাটি ‘সায়েন্স’ জার্নালে প্রকাশিত হয়েছে৷গবেষণায় বলা হয়, আজ থেকে প্রায় সোয়া লক্ষ বছর আগে পৃথিবীর তাপমাত্রা আজকের মতোই ছিল৷ তখন সমুদ্রের পানির উচ্চতা ছয় থেকে নয় মিটার বেড়ে গিয়েছিল৷ সেসময় উষ্ণ তাপমাত্রার কারণে গ্রিনল্যান্ড ও অ্যান্টার্কটিকার বরফ গলা শুরু করেছিল৷

এছাড়া প্রায় চার লক্ষ বছর আগে তাপমাত্রা যখন আজকের চেয়ে এক ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল, তখনো পানির উচ্চতা বেড়েছিল ৬ থেকে ১৩ মিটার৷ আর ৩০ লক্ষ বছর আগে সমুদ্রের পানির উচ্চতা আজকের চেয়ে অন্তত ৬ মিটার বেশি ছিল৷

এ সব হিসেব দেখে বিজ্ঞানীদের আশঙ্কা হয়েছে যে, বর্তমান বিশ্ব হয়ত সেইসব সময়ের দিকেই এগিয়ে যাচ্ছে৷ বিশ্বের বিভিন্ন দেশ গ্রিনহাউস নির্গমন কমানোর জন্য যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সেটা অর্জনে সমর্থ হলেওসমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি সেরকমই হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের৷

তবে গবেষণাপত্রের প্রধান লেখক ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের আন্দ্রেয়া ডাটন বলেছেন, ছয় মিটার বৃদ্ধির ঘটনা ঘটতে কয়েক শতাব্দী লেগে যেতে পারে৷

এমনটা হলে বেইজিং থেকে শুরু করে লন্ডন, ফ্লোরিডা থেকে শুরু করে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের অস্তিত্ব হুমকির মুখে পড়তে পারে৷

উল্লেখ্য, ২০১৩ সালে জাতিসংঘের জলবায়ু বিষয়ক বিজ্ঞানীরা বলেছিলেন, বৈশ্বিক উষ্ণতার কারণে একবিংশ শতাব্দীর শেষ নাগাদ সাগরের পানির উচ্চতা ১০ থেকে ৩২ ইঞ্চি বাড়তে পারে৷//dw

Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক

About the Author ()

Leave a Reply