• ১৭ কার্তিক ,১৪৩১,02 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

ফ্রান্সে পাবলিক ট্রান্সপোর্টে ইভ টিজিং এর বিরুদ্ধে ক্যাম্পেইন।

| নভেম্বর 13, 2015 | 0 Comments

sexual-harassment-france-mইউরো নিউজ:  ফ্রান্সে নারী অধিকার মন্ত্রণালয় ও যোগাযোগ মন্ত্রণালয় এর যৌথ উদ্যোগে ৯ নভেম্বর থেকে  পাবলিক ট্রান্সপোর্টে নারীদের প্রতি অসৌজন্যমূলক আচরণ, কটুক্তি ও যৌন হয়রানী মূলক যেকোন আচরনের বিরুদ্ধে ক্যাম্পেইন শুরু করা হয়েছে। প্যারিসের রেল স্টেশান গার সাঁলাজায় অনুষ্ঠিত এই ক্যাম্পেইনে অংশ গ্রহণ করেন নারী অধিকার মন্ত্রণালয়ের সচিব বোয়াস্টার্ড Boistard (Droits des femmes) এবং পরিবহন মন্ত্রণালয়ের আলাঁ বিদালী Alain Vidalies (Transports)।

বিভিন্ন পাবলিক ট্রান্সপোর্ট স্টেশানে জন  সচেতনতা মূলক পোস্টার লাগানোর মধ্য দিয়ে ক্যাম্পেইন শুরু করেছে ফ্রান্স সরকার। এমনই একটি পোস্টার গত সোমবার থেকে দেখা যাচ্ছে গুরুত্ব পূর্ণ মেট্রো স্টেশান, বাস স্টপ ও ট্রেইন স্টেশান গুলোতে। যে পোস্টারটিতে নারীদের প্রতি করা বিভিন্ন কটুক্তি উল্লেখ করা হয়েছে। যেমন: হ্যালো মিস্(“Mademoiselle !”), আপনি লাভলি(“Vous êtes charmante”), আমরা কি পরস্পরকে জানতে পারি?(on fait connaissance?), আপনার নাম্বার কত?(c’est quoi ton numero?) তোমার শর্ট স্কার্টটি কি আমার জন্যে?( “C’est pour moi cette petite jupe ?”), তুমি অনেক হট আমাকে তুমি উত্তেজিত করছো( “T’es bonne tu m’excites”) , উত্তর দাও ডার্টি বিচ্( “Réponds sale chienne”)। এবং পোস্টারটিতে এসব উক্তির শেষে লিখ আছে- “থামুন -অনেক হয়েছে”( “Stop – Ça suffit”.)।

এছাড়া পোস্টারটির নিচের লাইনে লিখা অাছে -“এক জন নারীর প্রাত্যহিক জীবন এমন হওয়া উচিৎ নয়।”

সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় গুলো মনে করছে এই ধরনের পাবলিক প্রচারের মাধ্যমে নারীদের প্রতি এই সব অশোভন আচরণের বিরূদ্ধে জন সচেতনতা বাড়বে। এই ধরনের সমস্যার বিরুদ্ধে প্যারিস সহ লন্ডন ও নিউ ইয়র্কেও প্রচারণা চলছে।

ইভ টিজিং এর শিকার নারীদের বলা হয়েছে চুপ না থেকে প্রতিবাদ করতে এবং উত্তক্ত কারীদের এই কথা বলে সতর্ক করতে যে তাদের এই অশোভন আচরনের জন্য তারা ছয় মাস থেকে পাঁচ বছরের জেল খাটতে পারে। এবং পাশাপাশি ২২৫০০ ইউরো থেকে ৭৫০০০ ইউরো পর্যন্ত জরিমানা হতে পারে। এছাড়া ঘটনার শিকার নরীদের দ্রুততার সাথে ১৭ এবং ১১২ নাম্বারে কল করতে বলা হয়েছে অথবা ১১৪ নাম্বারে এসএমএস পাঠাতে বলা হয়েছে আইনী সাহায্যের জন্যে।

এছাড়া এসএনসিএফ এবং আরএটিপি যৌথ ভাবে আগামী ৭ ডিসেম্বর থেকে ৩১১৭ নাম্বারটি সার্বক্ষণিক চালু করতে যাচ্ছে এই ধরনের হ্যারেসমেন্ট শিকার নারীদের জন্য। এই নাম্বারটিতে কল এবং এসএমএস দুটোর মাধ্যমেই সাহায্য চাওয়া যাবে।

এই প্রচারণার উদ্দেশ্য নারীদের এই সব বিষয়ে সচেতন ও প্রতিবাদী হতে সাহায্য করা।

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply