• ১৫ বৈশাখ ,১৪৩১,28 Apr ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

প্যারিস হামলায় বিশ্ব জুড়ে শোকের ছায়া

| নভেম্বর 14, 2015 | 0 Comments
f17a5587-e818-464c-a564-dfe246cb8572

সিডনিতে শোক

আন্তর্জাতিক:  শুক্রবারের প্যারিসের ভয়াবহ সন্ত্রাসী হামলায় সারা বিশ্ব জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। আমেরিকা, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া সহ বিশ্বের অনেক দেশের লাষ্ট্র প্রধানরা ফ্রান্সে আনুষ্ঠানিক শোক বার্তা পাঠিয়েছেন। জাতি সংঘ প্রধান বানকি মুন ও শোক বার্তা পাঠিয়ে সমবেদনা জানিয়েছেন। বাংলাদেশের প্রধান মন্ত্রী শেখ হাসিনা তার এক শোক বার্তায় এই হত্যা কান্ডকে মানবতা বিরোধী বলেছেন।

এছাড়া প্যারিসের সাথে শোকাহত হয়ে নিউ ইয়র্ক, লন্ডন এবং সিডনিতে গুরুত্ব পূর্ণ স্থান গুলোতে ফ্রান্সের পতাকার ডিজাইন ব্যবহার করে আলোক সজ্জা করে সমবেদনা জানানো হয়েছে।

1d38e0dc-80a8-4c65-8847-b8a511591a60

লন্ডনের উইম্বলি স্টেডিয়ামে শোক

Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France

About the Author ()

Leave a Reply