• ১ জ্যৈষ্ঠ ,১৪৩১,15 May ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

ইউরোবিডি24নিউজ একটি ব্যতিক্রমী উদ্যোগ-ফয়সাল আহাম্মেদ দ্বীপ,বাংলাভিশন প্রতিনিধি, ফ্রান্স

| ফেব্রুয়ারী 21, 2013 | 0 Comments

অন্যান্য পেশার মত সাংবাদিকতাও একটি পেশা। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাংবাদিকদের বহন করতে হচ্ছে বিশাল সামাজিক দায়িত্ব। একজন সাংবাদিকের প্রধান দায়িত্ব হল সৎ ও নিরপেক্ষভাবে এবং বাস্তবতার নিরিখে প্রকৃত তথ্য বের করা এবং প্রকাশ করা।
আর একজন সাংবাদিকের পরিচয় হচ্ছে সংবাদপত্র/ অনলাইন নিউজ পোর্টালের মাধ্যমে। সংবাদপত্রের ক্ষমতা হল পাঠক। পাঠক সংবাদপত্রের লেখাকে বিশ্বাস করে। বিশ্বাস জন্মায় সাংবাদিকের ওপর। এজন্য পাঠক মনে করেন সাংবাদিক যা লেখেন তা পাঠকের ভালোর জন্য এবং খবরটি সত্য। আর পাঠকের এই বিশ্বাসকে পুঁজি করে একজন সাংবাদিক বিশাল ক্ষমতা অর্জন করে থাকেন। সঠিক খবর ছেপে যেমন ভুক্তভোগীকে সাহায্য করতে পারেন তেমনি গোপন করে বা বাড়িয়ে লিখে তাকে করুণ পরিণতির দিকে নিয়ে যেতে পারেন। তাই কোন সংবাদ সংস্থা বা কোন সাংবাদিকের পাঠকের বিশ্বাসকে পুঁজি করে পাঠকের ক্ষতি হবে এমন কিছু করা উচিৎ হবেনা।
প্যারিসে বসবাসরত বাংলা ভাষাভাষীদের জন্য অনলাইন ভিত্তিক পত্রিকা ইউরোবিডি24নিউজ একটি ব্যতিক্রমী উদ্যোগ। আমি বিশ্বাস করি এটি কমিউনিটি উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে।
আমি একজন সংবাদকর্মী হিসেবে এর উত্তরত্তর সাফল্য কামনা করি।

ফয়সাল আহাম্মেদ দ্বীপ
ফ্রান্স প্রতিনিধি, বাংলাভিশন

Category: Uncategorized

About the Author ()

Leave a Reply