• ১৭ কার্তিক ,১৪৩১,02 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে বিশ্ব সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে: রাশিয়া

| নভেম্বর 19, 2015 | 0 Comments
9b88492971ad44169968c225cee17473_XL

রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ

 আন্তর্জাতিক : সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে সকল মতভেদ ভুলে বিশ্ব সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ।

 এশিয়া প্যাসিফিক ইকোনোমিক কো-অপারেশ বা এপেক’র বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নিতে ফিলিপাইনের রাজধানী ম্যানিলা সফরে মেদভেদেভ সাংবাদিকদের (বুধবার) বলেন, ‘সন্ত্রাস বিরোধী সংগ্রামে ঐক্যবদ্ধ হওয়ার ব্যাপারে আমি জোর আশাবাদ ব্যক্তি করছি।’

 তিনি বলেন, প্রত্যেক দেশ আলাদাভাবে সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই চালাতে পারে।তবে এই ধরণের লড়াই চালানোর ক্ষেত্রে অনেক বেশি মূল্য দিতে হয় বলে মন্তব্য করেন তিনি।

 তিনি আরো বলেন, রাশিয়া উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবে এবং আমরা এই যুদ্ধে বিজয়ী হবো।তিনি এই প্রসঙ্গে আরো বলেন, পশ্চিমা দেশগুলোও হয়ত সন্ত্রাসীদের প্রতিরোধ করার ক্ষমতা রাখে। তবে এই ক্ষেত্রে এর মূল্য নিয়েও তাদের ভাবতে হবে।

 গত ৩১ অক্টোবর মিশরের সিনাই উপদ্বীপে রাশিয়ার এয়ারবাস -৩২১ বিমানটি  সন্ত্রাসী হামলায় বিধ্বস্ত হলে এর  ২২৪ আরোহীর মৃত্যু এবং প্যারিসে গত শুক্রবারের হামলায় ১২৯ জন নিহত হওয়ার ঘটনার কথা উল্লেখ করেন মেদভেদেভ। সম্প্রতি এসব সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে রাশিয়ার প্রতি পশ্চিমা দেশগুলোর অবন্ধুত্বসূলভ আচরণের নিন্দা জানান তিনি।

  ইউক্রেন সংকট এবং সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ভবিষ্যত প্রশ্নে রাশিয়া এবং পশ্চিমা দেশগুলোর মধ্যে সম্পর্কে টানাপড়েন চলছে।

Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক

About the Author ()

Leave a Reply