প্যারিসে সন্ত্রাসী হামলার ২ সপ্তাহ পর জাতীয় স্মরণসভা করল ফ্রান্স
ইউরো সংবাদ: ফ্রান্সের রাজধানী প্যারিসে ধারাবাহিক সন্ত্রাসী হামলায় নিহত ১৩০ ব্যক্তির জন্য স্মরণসভা করেছে দেশটি। ওই পাশবিক হামলার দুই সপ্তাহ পর প্যারিসে অনুষ্ঠিত স্মরণসভায় প্রায় ১,০০০ মানুষ অংশ নেন।
হামলায় বেঁচে যাওয়া ব্যক্তিদের পাশাপাশি নিহতদের পরিবারের সদস্যরা এ সভায় অংশ নেন। সেখানে নিহতদের সবার নাম পড়ে শোনানো হয় এবং তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
স্মরণসভায় ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ বলেছেন, তার দেশ এই সন্ত্রাসীদের ধ্বংস করতে সম্ভাব্য সব কিছু করবে। ফ্রান্স তার সন্তানদের রক্ষা করতে নিরলসভাবে কাজ করে যাবে। সন্ত্রাসীরা হামলার স্থান হিসেবে মিউজিক, কনসার্ট হল ও ফুটবল স্টেডিয়ামকে বেছে নিয়েছিল বলে এর জবাব হিসেবে এ ধরনের অনুষ্ঠানের সংখ্যা বাড়ানোরও প্রতিশ্রুতি দেন ওলাঁদ।
তবে এ স্মরণসভায় প্যারিস হামলায় নিহত সবার পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেননি। অন্তত একজন হতভাগ্যের পরিবার এ স্মরণসভায় যোগ দেয়ার আমন্ত্রণ প্রত্যাখ্যান করে বলেছেন, গোয়েন্দা সূত্রগুলো এ ধরনের হামলার ব্যাপারে সতর্ক করা সত্ত্বেও ফ্রান্স সরকার তাদের নিরাপত্তা দেয়ার জন্য যথেষ্ট ব্যবস্থা নেয়নি।
Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France