তুরস্ক বার বার অনুতপ্ত হবে: পুতিনের হুঁশিয়ারি
ইউরো সংবাদ: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তুরস্ককে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মস্কো সন্ত্রাসীদের প্রতি আঙ্কারার সহায়তাকে সহ্য করবে না এবং তুরস্ক ও সিরিয়ার সীমান্তের কাছে রুশ বিমান ভূপাতিত করার জন্য তুর্কি সরকার একাধিকবার অনুতপ্ত হবে।
তিনি রাশিয়ার জনগণের উদ্দেশে দেয়া বার্ষিক ভাষণে এই হুঁশিয়ারি দিয়েছেন।
রুশ প্রেসিডেন্ট পাশ্চাত্যকেও সতর্ক করে দিয়ে বলেছেন, সন্ত্রাসবাদের ব্যাপারে দ্বিমুখী নীতি অনুসরণ কিংবা নিজস্ব নানা চাহিদা পূরণের জন্য সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে ব্যবহার করা উচিত নয়।
সম্প্রতি ওয়াহাবি-তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের তেল-ট্যাংকারগুলোর ওপর রুশ বিমান হামলার প্রেক্ষাপটে তুরস্ক রাশিয়ার একটি জঙ্গি বিমানকে তুর্কি সীমান্তের কাছে ভূপাতিত করে।
পুতিন তুর্কি সরকারকে হুঁশিয়ারি দিয়ে আরও বলেছেন, আঙ্কারার বিরুদ্ধে মস্কোর পদক্ষেপ কেবল অর্থনৈতিক বিষয়েই সীমিত থাকবে না।
এদিকে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান দায়েশের তেল পাচারের সঙ্গে তুরস্কের জড়িত থাকার রুশ অভিযোগ নাকচ করে দিয়ে বলেছেন, বরং মস্কোই দায়েশের তেল পাচারের সঙ্গে জড়িত রয়েছে।
Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ