তেহরানে সৌদি দূতাবাসে হামলা
আন্তর্জাতিক: ইরানের তেহরানে সৌদি আরবের দূতাবাসে হামলা চালানো হয়েছে। শিয়া সম্প্রদায়ের শীর্ষস্থানীয় নেতা শেখ নিমর আল নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করার প্রতিক্রিয়ায় বিক্ষোভকারীরা এ হামলা চালায়। রোববার সকালে এ হামলা চালানো হয়। তবে এতে কেউ হতাহত হয়নি। খবর আল অ্যারাবিয়ার
বিক্ষোভকরীরা দূতাবাসের আসবাব ভাঙচুর করে, আগুন ধরিয়ে দেয়। পরে তাদের ছত্রভঙ্গ করে দেয় দেশটির পুলিশ। শনিবার শিয়া নেতা নিমর আল নিমরসহ ৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করে সৌদি আরব। নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করার শিয়াদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভ দেখা দিয়েছে।
সৌদি আরব, ইরান, বাহরাইনসহ বিভিন্ন দেশে বিক্ষোভ হয়েছে। নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করায় রাষ্ট্রীয় পর্যায় থেকে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরান।
Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক, শীর্ষ সংবাদ