• ৮ অগ্রহায়ণ ,১৪৩১,22 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

সৌদি আরবে ৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর

| জানুয়ারী 3, 2016 | 0 Comments

4bk19b397e9f1325l8_620C350আন্তর্জাতিক: সন্ত্রাসবাদে সম্পৃক্ততার অভিযোগে সৌদি আরবের ৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।  দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে শনিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসবাদের অভিযোগে অভিযুক্ত যে ৪৭ জনের মৃত‍্যুদণ্ড কার্যকর করা হয়েছে, তাদের মধ্যে দেশটির প্রখ্যাত শিয়া ধর্মীয় নেতা শেখ নিমর আল নিমরও রয়েছেন।
২০১১ সালে সৌদি আরবের পূর্বাঞ্চলে সরকারবিরোধী যে গণবিক্ষোভ শুরু হয়েছিল তাতে জোরালো সমর্থন জানিয়েছিলেন শেখ নিমর। সৌদি আরবের ওই অঞ্চলের শিয়ারা বহুদিন ধরে সরকারের বিরুদ্ধে বৈষম্য এবং বঞ্চনার অভিযোগ করে আসছে।
দু’বছর আগে শেখ নিমরকে যখন গ্রেফতার করা হয়, তার প্রতিবাদে কয়েকদিন ধরে বিক্ষোভ হয়েছিল। তার বিরুদ্ধে সৌদি শাসকদের অমান্য করা এবং নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে অস্ত্র হাতে নেওয়ার অভিযোগ আনা হয়। বিচারে ২০১৪ সালের অক্টোবরে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
সৌদি আরবের প্রধান আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরান এর আগে হুঁশিয়ারি দিয়েছিল, শেখ নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করা হলে সৌদি আরবকে তার কড়া মূল্য দিতে হবে।
এদিকে যে ৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তাদের মধ্যে কানাডা একজন ও মিসরের একজন নাগরিক রয়েছেন। বাকিরা সবাই সৌদি নাগরিক। এদের মধ্যে সুন্নি মুসলিমও রয়েছেন, যাদের বিরুদ্ধে  ২০০৩ সালের সন্ত্রাসী হামলার ঘটনায় আল কায়েদার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ছিল।

Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply