• ৮ অগ্রহায়ণ ,১৪৩১,23 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

বিএনপি কার্যালয়ে ‘হামলা আসল বিএনপির’

| জানুয়ারী 3, 2016 | 0 Comments

bnp_183592দেশের খবর: ‘সরকারের মদদে’ একটি দল ‘আসল বিএনপি’ নামে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। শনিবার বিকেলে হামলার এ ঘটনায় বিএনপির ১৪/১৫ নেতাকর্মী আহত হয়েছে বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪টার দিকে ‘আসল বিএনপির’ ব্যানারে কয়েকশ’ লোক জাতীয় পতাকা হাতে ফকিরাপুল মোড় থেকে মিছিল নিয়ে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের দিকে যায়। তারা ‘জিয়া, জিয়া, জিন্দাবাদ, জিন্দাবাদ’, ‘আসল বিএনপি, আসল বিএনপি, জিন্দাবাদ, জিন্দাবাদ’ বলে স্লোগান দিচ্ছিলেন।
তারা জানান, মিছিলটি নয়াপল্টনের কড়াই গোশত রেস্টুরেন্টের সামনে এসে কার্যালয় লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করে। এ সময় বিএনপি কার্যালয়ের সামনে থাকা ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা মিছিলকারীদের ধাওয়া করলে সংঘর্ষ শুরু হয়। এ সময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে।
তারা আরও জানান, পরিস্থিতি সামাল দিতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। এক পর্যায়ে ছাত্রদল ও যুবদল নেতাকর্মীদের পিটুনির মুখে ‘আসল বিএনপির’ লোকজন পালিয়ে যায়। মিছিলকারীরা পালিয়ে গেলে রিজভী আহমেদ গিয়ে দলীয় নেতাকর্মীদের শান্ত করেন।
এ ঘটনার পর দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, সরকারের সহযোগিতায় টোকাইরা তাদের কার্যালয়ে হামলা চালায়। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি দাবি করেন।
সরকারের মদদেই কার্যালয়ে হামলা হয়েছে- অভিযোগ করে সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ‘বিকেল ৪টার দিকে প্রকৃত বিএনপি নামে ফকিরেরপুল মোড় থেকে কোথাকার অপকৃষ্ট, উচ্ছ্বিষ্ট, পরজীবী সংগঠন, কী নাম, আমরা কোনওদিন শুনিনি- প্রকৃত বিএনপির নামে কিছু টোকাই-মোকাইয়ের একটা মিছিল আমাদের কার্যালয়ের সামনে এসে হামলা চালায়। এ ঘটনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ১৪/১৫জন নেতাকর্মী আহত হয়েছে বলে জানান তিনি। আহত কয়েকজনকে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘পৌর নির্বাচনের ভোট কারচুপি ও ৫ জানুয়ারি সোহরওয়ার্দী উদ্যানে বিএনপি জনসভা নিয়ে জনদৃষ্টি অন্যত্র সরিয়ে নিতে সরকার কোথাকার প্রকৃত বিএনপি নামে নাম না-জানা কিছু টোকাই-মোকাই ভাড়াটিয়া মিছিল আমাদের কার্যালয়ে হামলার অপচেষ্টা চালায়। এর সঙ্গে শাসকদল থাকতে পারে। কারণ মিছিলটির পেছনে পুলিশ প্রটেকশনে ছিল। এটা কী বুঝতে বাকি আছে কারণটা কী?’
এ ঘটনাকে বিএনপির বিরুদ্ধে একটি ‘ভয়ঙ্কর অশুভ চক্রান্তের অংশ’ আখ্যায়িত করে বিএনপির এ যুগ্ম মহাসচিব বলেন, ‘এ ঘটনার জন্য দায়ী সম্পূর্ণরূপে সরকার ও শাসক দল। তারা মনে করেছে, দেশের মানুষ বোধহয় উটপাখির মত মাথা নুইয়ে রেখেছে। কিন্তু জনগণ সবকিছু দেখছে, জানছে। আপনারা (সরকার) চক্রান্ত করে ষড়যন্ত্র করে পার্টি অফিস দখল করাবেন টোকাই-মোকাই দিয়ে। যে দল লক্ষ-কোটির দল, অন্যায়ের বিরুদ্ধে অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে, ভোটারবিহীন সরকারের বিরুদ্ধে সোচ্চার উচ্চারণ করতে পারে, তাদের হুমকি দিয়ে ভাড়াটিয়া বাহিনী দিয়ে পর্যুদস্ত করা যাবে না।’
এ বিষয়ে জানতে চাইলে ‘আসল বিএনপি’র আহ্বায়ক কামরুল হাসান নাসিম সমকালকে বলেন, “দলের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে যাচ্ছিলেন। কিন্তু ‘মা’ খালেদা জিয়ার অনুসারীরা আমাদের নেতাকর্মীদের ওপর গুলি ও ককটেল হামলা চালায়। এতে আমাদের ছয়জন আহত হয়।”
তবে নাসিম নিজে ওই মিছিলে ছিলেন না বলে জানান। তার কর্মীরা বিএনপির অফিসে কেন যাচ্ছিলেন- জানতে চাইলে কামরুল হাসান বলেন, নিজেদের কার্যালয়ে যেতে কোনও কারণ দেখানোর প্রয়োজন হয় না।
এ ঘটনায় কোনো মামলা করা হবে কিনা জানতে চাইলে নাসিম বলেন, ‘মামলা করব কার বিরুদ্ধে। সব তো নিজেরা নিজেরা।’

Category: 1stpage, Scroll_Head_Line, দেশের খবর

About the Author ()

Leave a Reply