• ৯ অগ্রহায়ণ ,১৪৩১,23 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে —এম,এ, কাসেম, ফ্রান্স আওয়ামীলীগ

| জানুয়ারী 3, 2016 | 0 Comments

FB_IMG_1451857654105৬৮ বৎসর পূর্বে ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়। তৎকালিন সময়ে জাতির ক্রান্তিকালে ছাত্রলীগের প্রতিষ্ঠালগ্ন থেকে— ভাষা আন্দলন,স্বাধিকার থেকে স্বাধীনতা সর্ব ক্ষেত্রে ছাত্রলীগের রয়েছে গৌরবজ্জল ভূমিকা।

১৯৭৫ পরবর্তিতে — জাতির ইতিহাস বিকৃতিএবং জাতিরজনকের নির্মম হত্যার বিরুদ্ধে প্রতিশোধ গ্রহনের নিমিত্তে আমার মত অনেকেই এ ছাত্রলীগের পতাকাতলে সমবেত হই। অনেকাংশে লেখা-পড়ার বিগ্নতাকে মাথা পেতে নিয়ে, খন্দকার মোশতাক,জিয়া – এরশাদের সামরিক জান্তার বিরুদ্ধে জীবন বাজী রেখে এহেন কাজ নাই যা এছাত্রলীগের কর্মিরা আমরা করি নাই।
“”এখন যৌবন যার,যুদ্ধেযাওয়ার সময় তার “”
জাতির জনকের নির্মম হত্যার মধ্যদিয়ে জাতিকে পাকিবাংলা বানানোর যে পাঁয়তারা দীর্ঘ একুশটি বৎসর স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখলকারিরা রাষ্ট্রীয় পৃষ্ঠ – পোষকতায় করেছিল,তার বিরুদ্ধেই ছিল এ যুদ্ধ।
যাকে আমরা বলতে পারি দ্বিতীয় মুক্তি যুদ্ধ। এ যুদ্ধ এখনো চলমান।

একাত্তুরের স্বাধীনতা, বিজয় অর্জনের পরও পরাজিত শক্তি স্বাধীনতার ৪৪ বৎসর পরও প্রতিশোধ গ্রহনের স্বপ্ন দেখে, এমন নজির পৃথিবীর অপরাপর জাতি– রাষ্ট্রে অনুপুস্থিত।

সমস্ত ষড়যন্ত্র, হীন, কুচক্রি মৌলবাদ তথা পশ্চাদপদতাকে পেছনে ফেলে জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এখনো ছাত্রলীগের প্রয়োজন পুরিয়ে যায় নাই।

মেধা এবং দলীয় আদর্শের প্রতি অবিচল আস্থা রেখে আগামিদিনে দেশ রত্ন, জননেত্রী , মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ বাস্তবায়নে এবং২০৪১ সনের উন্নত, সমৃদ্ধশালী বাংলাদেশ নির্মান করে জাতিরজনকের সোনার বাংলা গড়ায় একেকজন কর্মী একেকজন সৈনিকের মত কাজ করবে, একজন পূরানা ছাত্রলীগের কর্মি হিসাবে এ প্রত্যাশা করি।
এম,এ,কাসেম।
প্যারিস।

Category: Community France, Community news 1st page, Scroll_Head_Line, ইউরোবিডি কমিউনিটি সংবাদ

About the Author ()

Leave a Reply