• ৯ অগ্রহায়ণ ,১৪৩১,23 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

ব্রাসেলস এ ইউরোপিয়ান ইউনিয়ন পার্লামেন্টের সামনে বিএনপির ব্যাপক বিক্ষোভ

| জানুয়ারী 9, 2016 | 0 Comments

12509497_1004853606224257_8266330510289378985_nইউরোবিডি কমিউনিটি সংবাদ:

মোঃ ফজলুল করিম শামীম, ফ্রান্স:  ৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে পল্টনে বিক্ষোভ সমাবেশের পাশাপাশি ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) পার্লামেন্টের পার্লামেন্টের সামনে বেলজিয়ামের ব্রাসেলস এ   ইউরোপের বিভিন্ন দেশের বিএনপি ও অঙ্গ সংগঠনের ব্যাপক অংশগ্রহণে এক বিরাট বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে কেন্দ্রীয় বিএনপি।

  ফ্রান্স, যুক্তরাজ্য, বেলজিয়াম, সুইডেন, ডেনমার্ক, জার্মানি, পর্তুগাল, হল্যান্ড, পোল্যান্ড, স্পেন, ইটালি, সুইজারল্যান্ড, গ্রীস, আয়ারল্যান্ড, ফিনল্যান্ড, অস্ট্রিয়া সহ আরও অনেক দেশের বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রচন্ড শীত উপেক্ষা করে ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে বিএনপির এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিক্ষোভ সমাবেশটি সফল করেছে।

   বিক্ষোভ চলাকালীন সময় ইইউ পার্লামেন্টের শক্তিশালী মেম্বার ও বেলজিয়ামের ক্ষমতাসীন সোশ্যাল পার্টির এমপি মার্ক তারাবেলা বিক্ষোভের সাথে আকাত্নতা ঘোষণা করে বিক্ষোভে সামিল হয়ে বাংলাদেশের ভোটারবিহিন একটার পর একটা নির্লজ্জ নির্বাচন বন্ধ করে একটি সুষ্ঠু জাতীয় নির্বাচন অতি দ্রুত দিতে বাধ্য করা, বাংলাদেশের গনতন্ত্র পুনরুদ্ধার ও বিরোধী দলের উপর নির্যাতন বন্ধ করতে ইইউ পার্লামেন্টে অতি দ্রুত একটি শক্তিশালী বিল উত্থাপনের আশ্বাস দিয়ে বক্তব্য রাখেন।

12489470_430168783839895_4911438063705703045_o

  বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মাহিদুর রহমানের সভাপতিত্তে ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেকের পরিচালনায় আরও বক্তব্য রাখেন বিএনপির  সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা এডভোকেট কামাল আহমেদ, ইউকে বিএনপির সহ সভাপতি আনোয়ার হোসেন খোকন, সুইডেন বিএনপির প্রধান উপদেষ্টাও সাবেক সভাপতি মহিউদ্দিন আহমেদ জিন্টু, ফ্রান্স বিএনপির সভাপতি সৈয়দ সাইফুর রহমান, সাধারণ সম্পাদক এম এ তাহের, অস্ট্রিয়া বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হাসনাত কবির খান রিপন, ডেনমার্ক বিএনপির সভাপতি গাজী মনির আহমেদ, জার্মান বিএনপির সভাপতি আকুল মিয়া, আয়ারল্যান্ড বিএনপির সভাপতি হামিদুল্লাহ নাসির, হলান্ড বিএনপির আহবায়ক শরীফ উদ্দীন,  ফ্রান্স ছাত্রদল সভাপতি ও ফ্রান্স বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোঃ ফজলুল করিম শামীম, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ওমর গাজী, প্রবাসী কল্যাণ সম্পাদক ওয়াসিকুর রহমান, ফ্রান্স যুবদলের সাবেক সভাপতি সাইনুর ইসলাম,   মহিলা নেত্রী শামিমা আক্তার রুবি, ইটালি বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মান্নান হিরা, ইউকে যুবদল সভাপতি রহিম উদ্দিন, মোরসালেহিন করিম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ লায়েক মোস্তফা, ইউকে সেচ্ছাসেবক দল সভাপতি নাসির আহমেদ শাহিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন, ফ্রান্স বিএনপি নেতা নজরুল ইসলাম, মোঃ স্বপন সহ আরও অনেকে।

  সমাবেশে ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা বিএনপি’র নেতৃবৃন্দ তাদের বক্তব্যের মাধ্যমে বাংলাদেশে আইনের শাসন ও মানবাধিকার নিশ্চিতের দাবি করে অনতিবিলম্বে সব ধরনের বিচার বহির্ভুত হত্যাকান্ড, খুন, গুম বন্ধের আহ্বান জানান। বিক্ষোভ শেষে পার্শ্ববর্তী এক পাচতারা হোটেলে কনফারেন্স রুমে বি এ নপির পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বেলজিয়ামের ও ইউরোপিয়ান ও বাংলাদেশী বিভিন্ন চ্যানেলের বিভিন্ন দেশের সাংবাদিকদের সামনে লিখিত প্রেস ব্রিফ করেন বিএনপির আন্তর্জাতিক সম্পাদক মাহিদুর রহমান, এসময় ষ্টেজে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ব্যারিস্টার আবু সায়েম, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, সুইডেন বিএনপির প্রধান উপদেষ্টাও সাবেক সভাপতি মহিউদ্দিন আহমেদ জিন্টু, ফ্রান্স বিএনপির সভাপতি সৈয়দ সাইফুর রহমান, বেলজিয়াম বিএনপির সাবেক সহসভাপতি আহমেদ সাজা, সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন বাবু।   সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মাহিদুর রহমান ও আবু সায়েম এবং মহিউদ্দিন আহমেদ জিন্টু।

Category: Community France, Scroll_Head_Line, ইউরোবিডি কমিউনিটি সংবাদ

About the Author ()

Leave a Reply