প্রত্যেকটি বাণিজ্যিক ভবন রঙ করতে হবে: সাঈদ খোকন
দেশের খবর: রাজধানীর সৌন্দর্যবৃদ্ধিতে প্রত্যেকটি বাণিজ্যিক ভবনকে সুন্দর করে রঙ করার অনুরোধ জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
তিনি বলেন, প্রথম ধাপে সরকারি, আধা সরকারি, স্বায়ত্ত্বশাসিত বাণিজ্যিক ভবনগুলোকে রঙ করতে হবে। দ্বিতীয় ধাপে সকল আবাসিক ভবন মালিকরাও এটা করবেন।
শনিবার রাজধানীর পান্থপথে নির্মিত ঢাকা উত্তর-দক্ষিণ সেতুবন্ধন ফুটওভারব্রিজ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় মোহাম্মদ সাঈদ খোকন এসব কথা বলেন।
এর আগে ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার ফজলে নূর তাপসকে নিয়ে তিনি ফুটওভারব্রিজটির উদ্বোধন করেন।
পান্থপথ-বসুন্ধরা শপিং মল ফুটওভারব্রিজ নাম থাকলেও এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে মেয়র এটার নাম দেন ঢাকা উত্তর-দক্ষিণ সেতুবন্ধন ফুটওভারব্রিজ। কারণ এই ফুটওভারব্রিজের একপাশে পড়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকা। আরেক পাশে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকা। এ ফুটওভারব্রিজের মাধ্যমেই দুই সিটি করপোরেশনের মধ্যে মেলবন্ধন তৈরি হয়েছে। এ জন্যই ফুটওভরব্রিজটির এই নামকরণ করা হয়। ডিএসসিসি জানিয়েছে, এটি নির্মাণে ব্যয় হয়েছে ১ কোটি ৬০ লাখ টাকা।
উদ্বোধনের পর ফুটওভারব্রিজটি জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। পরে পাশ্ববর্তী স্থানে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, অনেকেই রাজধানীকে বসবাসের জন্য অযোগ্য হিসেবে গণ্য করেন। এটাকে বাসযোগ্য সুন্দর শহর হিসেবে গড়ে তোলা কঠিন কাজ নয়। একজন বিদেশি এসে যখন কুৎসিত ভবন দেখেন,তখন সবারই খারাপ লাগে।
তিনি বলেন, এসব ভবনকে সুন্দর করে রঙ করার জন্য শিগগিরই নির্দেশনা দেয়া হবে। এত টাকা খরচ করে একটি ভবন তৈরি করতে পারলে কেন সুন্দর করে রঙ করার জন্য কয়েক হাজার টাকা ভবন মালিক খরচ করতে পারবেন না- সে প্রশ্ন রাখেন মেয়র।
তিনি বলেন, আগামী মার্চ মাসের মধ্যে ধানমন্ডি এলাকার সড়কে এলইডি বাতি সংযোজন করা হবে। ধানমন্ডি এলাকা তখন আরো সুন্দর হয়ে যাবে।
ব্যারিস্টার ফজলে নূর তাপস বলেন, আগে বিএনপির মেয়র থাকায় ধানমন্ডি এলাকায় উন্নয়নে তিনি বাধার শিকার হয়েছেন। ধানমন্ডি লেক উন্নয়নের ফাইলটি তিনবার ফেরত দিয়েছিলেন বিএনপির মেয়র। এখন আর সেই বাধা নেই। বিএনপির দোসর যুদ্ধাপরাধীদেরও বিচার হচ্ছে। আলবদর প্রধান মতিউর রহমান নিজামীর ফাঁসিও আগামী স্বাধীনতা দিবসের আগেই কার্যকর হওয়ার প্রত্যাশা করেন তিনি।
অনুষ্ঠান সঞ্চালনা করেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হোসেন হায়দার হিরু। এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মেয়র গনকটুলী এলাকায় পরিচ্ছন্নতাকর্মীদের জন্য নির্মিত তিনটি আবাসিক ভবন ও একটি কমিউনিটি সেন্টারের উদ্বোধন করেন।
Category: 1stpage, Scroll_Head_Line, দেশের খবর