শন পেনকে দেয়া সাক্ষাৎকারই কাল হলো মাদক সম্রাট গুজমানের
আন্তর্জাতিক: মেক্সিকোর শীর্ষ মাদক সম্রাট জোয়াকুইন এলো চ্যাপো গুজমানের একটি সাক্ষাৎকার নিয়েছিলেন হলিউড অভিনেতা শন পেন। গত অক্টোবরে একটি গোপন জায়গায় নেয়া সেই সাক্ষাৎকারই গুজম্যানের আবারো আটক হওয়ার পেছনে ভূমিকা রেখেছে। এদিকে, কুখ্যাত এই মাদক কারবারিকে আমেরিকার হাতে তুলে দেয়ার ব্যাপারে প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে মেক্সিকো কর্তৃপক্ষ। সংবাদসূত্র : বিবিসি, আল-জাজিরা, সিএনএন দেশটির একজন কেন্দ্রীয় কর্মকর্তা শনিবার জানিয়েছেন, পলাতক মাদক সম্রাট গুজমানের সঙ্গে আমেরিকান অভিনেতা শন পেনের দেখা করার বিষয়টি সম্পর্কে মেক্সিকো কর্তৃপক্ষ অবগত ছিল। গুজম্যানকে গত শুক্রবার আটক করা হয়। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, পেনের সঙ্গে গুজম্যানের বৈঠকটি তদন্তেরই একটি অংশ ছিল। এটা সবচেয়ে কুখ্যাত এই ফেরারি আসামিকে পুনরায় আটক করতে সহায়ক হয়। মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল আরেলি গোমেজও বলেন, গুজমান অভিনেতা এবং পরিচালকদের সঙ্গে দেখা করার পর কর্তৃপক্ষ তার অবস্থান নির্ণয় করতে সক্ষম হয়। উল্লেখ্য, তার জীবন নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণের ‘আশায়’ তিনি শন পেনের সঙ্গে দেখা করেন। তার আটক হওয়ার পরপর মেক্সিকোর ‘রোলিং স্টোন’ ম্যাগাজিনের চলতি সংখ্যায় সাক্ষাৎকারটি আবারো ছাপা হয়েছে। রোলিং স্টোন ম্যাগাজিনের রিপোর্টে বলা হয়েছে, এল চ্যাপো গোপনে শন পেনকে সাক্ষাৎকার দিয়েছেন, যা নিশ্চিত করেছেন মেক্সিকান অভিনেত্রী কেট দেল কাস্তিল্লো। ম্যাগাজিনটি তাদের ওয়েবসাইটে সাক্ষাৎকারটির দুই মিনিটের একটি ভিডিওচিত্রও প্রকাশ করেছে, যাতে দেখা যায়, নীল রঙের শার্ট পরিহিত এল চ্যাপো ক্যামেরার দিকে তাকিয়ে আছেন। এ সময় শন পেনের সঙ্গে তাকে করদর্মন করতে দেখা যায়। গত অক্টোবরে মেক্সিকোর একটি জঙ্গলে তার সাক্ষাৎকারটি নেয়া হয়। এর আগে জুলাই মাসে মেক্সিকোর সর্বোচ্চ নিরাপত্তা সংবলিত একটি কারাগার থেকে পালিয়েছিলেন তিনি।
আমেরিকার হাতে তুলে দিচ্ছে মেক্সিকো
এদিকে, মেক্সিকোর এই মাদক সম্রাটকে আমেরিকার হাতে তুলে দেয়ার প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে দেশটির কর্তৃপক্ষ। গুজমানকে এর আগেও আমেরিকা তাদের হাতে তুলে দিতে মেক্সিকোকে অনুরোধ করেছিল। কিন্তু তখন সেই অনুরোধ ফিরিয়ে দিয়েছিল দেশটি। এবার আর গুজমানকে নিজ ভূখ-ে আটক রাখা নিরাপদ মনে করছে না মেক্সিকো। উল্লেখ্য, নিজের তৈরি করা এক বিশাল মাদক সাম্রাজ্যে গুজমানের হিংস্রতা ছিল সীমাহীন। তার বিরুদ্ধাচরণের আভাস পেলেই নিজের গুপ্তহত্যা বাহিনী দিয়ে হত্যার জন্য গুজমান অর্জন করেছেন বিরাট কুখ্যাতি।
Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক