• ৮ অগ্রহায়ণ ,১৪৩১,22 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কানাডাতে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ১৩ ফেব্রুয়ারি

| জানুয়ারী 16, 2016 | 0 Comments
bies_9947বিশ্বজুড়ে বাংলা: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে টরন্টোতে শিশুদের এক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগামী ১৩ ফেব্রুয়ারি, শনিবার ৩০৭৮ ডেনফোর্থস্থ এক্সেস পয়েন্টে এটি অনুষ্টিত হবে। বেঙলি ইনফরমেশন এন্ড এমপ্লয়মেন্ট সার্ভিসেস (বায়েস) প্রতিবছরের মতো এবারও এর আয়োজন করেছে।

প্রতিযোগিতায় দু’টি বিভাগ থাকবে। ৬ থেকে ৮ এবং ৯ থেকে ১২ বছরের শিশুরা এই দু’টি গ্রুপে অংশগ্রহণ করতে পারবে। প্রতিযোগিতার বিষয় “আমার দেশ, আমার ভাষা”। আগামী ৩১ জানুয়ারির মধ্যে আগ্রহীদের নাম, ঠিকানা, বয়স এবং যোগাযেগের নম্বর সহ বিনামূল্যে রেজিস্ট্রেশন করতে পারবে। টেলিফোন, ৪১৬ ৪৩২ ৫৬০২, ৪১৬ ৫৫১ ১৫৭৭ ই-মেইল info@bies-canada.org অথবা অনলাইনে http://goo.gl/forms/Qag1um7cg4 এই লিঙ্কের মাধ্যমে রেজিস্ট্রেশন করা যাবে। বায়েসের ওয়েবসাইটে www.bies-canada.org. ইভেন্ট সেকশনেও রেজিস্ট্রেশনের সুযোগ রয়েছে। অভিজ্ঞ এবং নিরপেক্ষ বিচারকমণ্ডলির বিবেচনায় প্রতি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে সনদসহ পুরস্কৃত করা হবে। অন্যান্য সকল অংশগ্রহণকারীদের সনদ প্রদান করা হবে।

উল্লেখ্য, ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বায়েস ২০১৪ সাল থেকে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে আসছে। এতে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

Category: Notice Board, Scroll_Head_Line, বিশ্বজুড়ে বাংলা

About the Author ()

Leave a Reply