‘বাতাক্লঁ হলের রক্ষীকে নাগরিকত্ব দিন’
ইউরো সংবাদ: আলজেরিয়ার একজন নাগরিককে ফ্রান্সের নাগরিকত্ব দিতে অনলাইন পিটিশনে গত শনিবার নাগাদ ৩০ হাজারের বেশি লোক স্বাক্ষর করেছেন। প্যারিসের বাতাক্লঁ কনসার্ট হলে নভেম্বর মাসের ভয়াবহ জঙ্গি হামলা চালাকালে ওই রক্ষী দর্শকদের হল থেকে বেরিয়ে যেতে সহায়তা করেছিলেন। হামলার সময় ৩৫ বছর বয়সী ওই আলজেরীয় রক্ষী হিসেবে কনসার্ট হলটির বাইরে দায়িত্ব পালন করছিলেন। তিনি আতঙ্কিত মানুষদের হল থেকে নিরাপদে বের করে আনার জন্য দুইবার হলে প্রবেশ করেন। তখন সেখানে হত্যাযজ্ঞ চলছিল। তিনি নিজের পরিচয় দিতে অনিচ্ছুক। ফ্রান্সের রাজধানীতে নভেম্বরের ওই ভয়াবহ হামলায় বাতাক্লঁতে ৯০ জন এবং অন্যান্য স্থানে ৪০ জন প্রাণ হারায়। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট ওই হামলার দায়িত্ব স্বীকার করেছে।
Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France